লিপিকা প্রেক্ষাগৃহে প্রদশর্নী। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
জীবনের শেষ অভিনয়। মঞ্চে সাজাহানবেশী বিশিষ্ট অভিনেতা অহীন্দ্র চৌধুরী। তাঁরই পাশে ঔরঙ্গজেবের চরিত্রে দাঁপিয়ে অভিনয় করছেন আর এক কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। এ বার সেই বিরল দৃশ্যের আলোকচিত্র দেখার সৌভাগ্য হল বীরভূমেরও। এমনই নানা দুষ্প্রাপ্য মুহূর্ত নিয়ে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে পোস্টার প্রদর্শনী করল কলকাতার ‘কালিন্দী নাট্য সৃজন’ সংস্থা।
ওই সংস্থার নাট্যমেলা উপলক্ষেই ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গত ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ওই নাট্যমেলায় চারটি পূর্ণাঙ্গ ও কয়েকটি একাঙ্ক নাটক মঞ্চস্থ হয়েছে। ছিল শ্রুতিনাটকও। আর ছিল এই মনোরম প্রদর্শনী। যার শিরোনামই ছিল ‘হারিয়ে যাওয়া কলকাতার নাটমঞ্চ’। সেখানে যেমন স্থান পেয়েছিল ১৮৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত হারিয়ে যাওয়া নাটমঞ্চগুলির নানা বিবরণ, তেমনই বাড়তি পাওনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরোদপ্রসাদ, গিরিশচন্দ্র, দ্বিজেন্দ্রলাল রায়, মহেন্দ্র গুপ্ত, ছবি বিশ্বাস প্রমুখ নাট্য ব্যক্তিতের বিভিন্ন ভঙ্গিমার আলোকচিত্র। |