বর্ধমান স্টেশন থেকে কলকাতার দুই কিশোরীকে উদ্ধার করল রেলপুলিশ। আপ পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে শনিবার সন্ধ্যায় তারা বর্ধমান স্টেশনে নেমেছিল। জিজ্ঞাসাবাদ করে যাত্রীরা তাদের বর্ধমান জিআরপির হাতে তুলে দেন। রবিবার সকালে অভিভাবকেরা এসে নিয়ে যান এদের। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, এই দুই কিশোরী কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি স্কুলের ছাত্রী। দু’জনের পরনেই ছিল স্কুলের পোশাক। তারা স্কুল থেকে পালাচ্ছিল। বর্ধমান জিআরপি তাদের উদ্ধার করে থানায় বসিয়ে রেখে অভিভাবকদের খবর দেয়। অভিভাবকেরা আমহার্স্ট স্ট্রিট থানায় দুই ছাত্রীর নিখোঁজের ব্যাপারে ডায়েরি করেছিলেন। রবিবার সকালে বর্ধমানে এসে ওই দুই কিশোরীকে নিয়ে যান অভিভাবকেরা।
|
আটটি হাজার টাকার জাল নোট সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বর্ধমান-কাটোয়া রোডের বেলেন্দা সেতু থেকে তাদের ধরা হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতের নাম শেখ আতর আলি। তিনি ভাতারের রাধানগরের বাসিন্দা। তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তিন দিন আগেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক শাখায় দশটি জাল ৫০০ টাকার নোট জমা দিতে এসে ধরা পড়েন দুই যুবক। বর্ধমানের গ্রামীণ এলাকায় জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে উঠছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ। |