বাইসন ইউনিটের বার্ষিক অনুষ্ঠান |
সম্প্রতি বাইসন ইউনিট ভুটানির ঘাট শাখা ফালাকাটার তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভুটানির ঘাটে। অনুষ্ঠানের উদ্বোধ করেন অধ্যাপক দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফালাকাটার প্রাক্তণ বিধায়ক হীরালাল সিংহ। হাজির ছিলেন প্রাক্তণ মন্ত্রী যোগেশচন্দ্র বমর্ন, বিশিষ্ট সমাজসেবী শ্যামল ভদ্র, ভূতনির ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল দাস, বিশিষ্ট শিক্ষাবিদ জগদীশচন্দ্র রায় প্রমুখ। বক্তারা উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ভাওয়াইয়া শিল্পী জগন্নাথ বর্মন, রমণীমোহন বর্মন, বাউল শিল্পী গৌরদাস বাউল প্রমুখ।
• শিলিগুড়ির ‘একলব্য পত্রিকার’ ৩০ বছর পূর্তি উপলক্ষে অণু গল্প প্রতিযোগিতা হল ২০ জানুয়ারি। প্রতিযোগিতা শেষে স্থানীয় প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গলের স্পোর্টস বাজারের সহযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম হয়েছেন নির্মলকুমার ঘোষ, দ্বিতীয় অর্চিতা দাস এবং যুগ্ম তৃতীয় বিশ্বরূপ রাজগুরু ও দেবব্রত বসু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গোপা দাস, প্রণয় দাস। স্বরচিত কবিতা পাঠ করেন সমীক দাস। সাহিত্যের উপরে আলোচনা করেন রাজা ভট্টাচার্য, আনন্দ দাস প্রমুখ। সংবর্ধনা দেওয়া হয় বিনীতা পালকে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুদীপ চৌধুরী।
• প্রজাতন্ত্র দিবসে শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সন্ধ্যা। ছিল বসে আঁকো প্রতিযোগিতাও। রুচিতা, সৌভিক, দিলেশা, সুছন্দা, অভিষেক, কুনালদের ‘ভারত আমার ভারতবর্ষ’ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্য পরিবেশন করেন সমর্পিতা সাহা, সরণ্যা সুর ও লিন্ডা গঙ্গোপাধ্যায়। কুনাল পাল, শ্রেয়া আইচ ও বিনীতা পালের গান শ্রোতাদের ভাল লেগেছে। শেষ লগ্নে ছিল জয়া গোস্বামী ও পিন্টু গোস্বামীর সঙ্গীত। গিটারে ছিলেন বিশ্বজিৎ বাগচি, পারকারশনে সুমন্ত দত্ত, তবলায় রানা সরকার। সঞ্চালক ছিলেন পারমিতা দাশগুপ্ত।
• জলপাইগুড়ি ঘোগোমালির ‘ইজেল আর্ট স্কুলের’ দ্বিতীয় বার্ষিক অঙ্কন ও হস্তশিল্প প্রদর্শনী-২০১৩ অনুষ্ঠিত হল সম্প্রতি। চিত্র প্রদর্শনীতে আড়াইশোটি ছবি ছিল। হস্তশিল্প প্রদর্শনীতে ছিল মাটির পুতুল, গ্লাস পেইন্টিং, ফেব্রিকের কাজ। প্রদর্শনী উদ্বোধনের পরে ঘুরে দেখে খুশি শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, ছোট ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মত ভাল ছবি এঁকেছে। এরাই পারবে পৃথিবীকে নতুন করে সাজাতে। প্রদর্শনীর শেষ দিনে ছিল কালি ও কলমের উপরে কর্মশালা। শিল্পী রণজিৎ সরকার একশো জনকে ওই প্রশিক্ষণ দেন।
• আজ শুরু হচ্ছে শিলিগুড়ির ‘কন্ঠস্বর’ সংস্থার উদ্যোগে দু’দিনের আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে শুক্রবার এবং রবিবার ওই কর্মশালা হবে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সতীনাথ মুখোপাধ্যায়।
|