পাশের জেলার মেডিকেল কলেজে আগেই চালু হয়েছিল ন্যায্যমূল্যের ওষুধের দোকান। এবার তা চালু হল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালেও। শুক্রবার এর উদ্বোধন হয়। এ দিনই মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংস্কার কাজের সূচনা-সহ তমলুকের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড সংস্কারের জন্য প্রথম পর্যায়ে প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন। এদিন বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে স্বাস্থ্য দফতর ও বেসরকারি যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পাশাপাশি একটি শববাহী গাড়িও উদ্বোধন করা হয়। এরপর তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ডিমারী হাইস্কুল ময়দানে এক অনুষ্ঠানে স্থানীয় পাকুড়িয়া গ্রামে খালের উপর সেচ দফতরের উদ্যোগে পাকা সেতুর শিলান্যাস করেন। ওই পাকা সেতু তৈরিতে প্রায় ৮৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল বসুর নামে নবনির্মিত পাকা রাস্তার উদ্বোধন করেন সাংসদ। তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন, তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে তাম্রলিপ্ত উৎসবের উদ্বোধন করেন শুভেন্দু।
|
মুর্শিদাবাদ পুর-এলাকার ছ’জনের দৃষ্টিশক্তি স্বাভাবিক বলে আপাত ভাবে জানাল তদন্ত কমিটি। শুক্রবার স্বাস্থ্য দফতরের তিন সদস্যের তদন্ত কমিটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে গিয়ে ওই ছয় রোগীর সঙ্গে কথা বলেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “রোগীদের অভিযোগের ভিত্তিতে কমিটির সদস্যেরা চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ও সমস্ত নথিপত্র ঘেটে রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্ট হাতে না পেলেও প্রাথমিক ভাবে তাঁদের কাছ থেকে জেনেছি, ওই ৬ রোগীর দৃষ্টিশক্তি নষ্ট হয়নি।” শনিবার তাঁদের মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার আওতায় বুক-পেট ব্যথা ও শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গের চিকিত্সার জন্য একশ্রেণির দালাল রোগীদের বহরমপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অভিযোগ, জোর করে তাঁদের ডান চোখের ছানি কাটা হয়। অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে তাঁরা বুধবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে গড়া হয় তদন্ত কমিটি। সব দিক খতিয়ে দেখে এ দিন তদন্ত কমিটি প্রাথমিক ভাবে জানায়, ছানি অপারেশনের পর রোগীদের দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে।
|
শামুকতলার ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা পরিষেবা শুক্রবার স্বাভাবিক হল। কর্মরত চিকিৎসকের উপরে হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেন চিকিৎকরা। ওই ঘটনা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ দিন ফের পরিষেবা চালু হওয়ায় প্রত্যেকে খুশি। হাসপাতালের সুপার ভাস্বতী রায় বলেন, “চিকিৎসকের উপরে হামলার ঘটনায় একজনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। এখনও তাকে গ্রেফতার করা হয়নি। ওই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে চিকিৎসকরা বহির্বিভাগের কাজ বয়কট করেন। প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ অফিসার আকাশ মেঘারিয়া বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় সপ্তম চৌধুরী নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।”
|
চোখের নানা জটিল চিকিত্সায় ল্যাসিক প্রযুক্তি চালু হল দক্ষিণ কলকাতার এক চক্ষু চিকিত্সা কেন্দ্রে। কেন্দ্রের প্রধান চিকিত্সক অভিজিত্ সেন জানান, এই প্রযুক্তি মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া প্রভৃতি রোগের চিকিত্সায় ব্যবহার হয়। তবে ইদানীং মধ্যবয়সীরাও দূরের দৃষ্টি ঠিক করে চশমার বোঝা কমাতে ব্যবহার করছেন। গ্ল্যামার-জগতের সঙ্গে যুক্ত অনেকেই এই প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। |