স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত যুবককে শুক্রবারেও ধরতে পারল না পুলিশ। বুধবার রাতে সিমলাপাল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা লক্ষ্মীপ্রিয়া গরাই বাড়িতে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সে স্থানীয় যুবক সুখেন ধীবরকে আত্মহত্যা করার জন্য দায়ি করে যায়। ওই কিশোরীর বাবা শান্তিনাথবাবু এ দিনও অভিযোগ করেন, “সুখেন উত্যক্ত করায় ও হুমকি দেওয়ায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওকে ধরে কঠিন শাস্তি দিক।” ওই যুবককে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার স্থানীয়েরা সিমলাপাল থানায় জমায়েত করে। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার এ দিন বলেন, “অভিযুক্তকে ধরার জন্য কিছু জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তার খোঁজ অবশ্য মেলেনি। ওকে ধরার জন্য জোর চেষ্টা চলছে।” তিন জানান, ছাত্রীটির আত্মহত্যার মূল কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
স্কুলে এক মাত্র শিক্ষক। স্কুলের তালা খোলা হলেও তিনি না আসায় তাই ছাত্রছাত্রীদের দেখভাল করলেন অভিভাবকেরাই। বৃহস্পতিবার পুঞ্চার ডুমুরিয়া প্রাথমিক স্কুলের ঘটনা। খবর পেয়ে অবর বিদ্যালয় পরিদর্শক দুই কর্মীকে পাঠান। মানবাজার ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম মণ্ডল বলেন, “ওই শিক্ষকের কাছে গরহাজিরার কারণ জানতে চাওয়া হয়েছে।” বাসিন্দারা জানান, স্থানীয় একটি গোলমালে ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ হয়েছে। সম্ভবত সে কারণেই তিনি এ দিন আসেননি। স্কুল চালু রাখতে আপাতত অন্য স্কুল থেকে শিক্ষকের ব্যবস্থা করেছে প্রশাসন।
|
প্রায় আড়াই মাস আগে অপহৃত এক কিশোরীকে পাত্রসায়রের বালসি গ্রাম থেকে উদ্ধার করে আনল ইন্দাস থানার পুলিশ। অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবক বিমান কুণ্ডুকে অবশ্য পুলিশ ধরতে পারেনি। গত ২০ নভেম্বর নিখোঁজ হওয়া ১৬ বছরের ওই কিশোরী উদ্ধার হয় বৃহস্পতিবার বিকেলে। ওই যুবক-সহ ৬ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে চার জন গ্রেফতার হয়। যদিও যুবকের পরিবার অভিযোগ মানতে চায়নি। শুক্রবার ওই কিশোরীকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়।
|
সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে বাঁকুড়ার জয়পুরের ময়নাপুর গ্রামে। বৃহস্পতিবার রাতের ঘটনা। তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি স্বপন কোলের দাবি, “পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়াতেই তৃণমূলের ময়নাপুর অঞ্চল কমিটির অফিসে সিপিএম আগুন দিয়েছে। থানায় অভিযোগ করেছি, প্রতিবাদে মিছিলও হয়েছে।” সিপিএমের জয়পুর জোনাল সম্পাদক বিশ্বনাথ দে বলেন, “এতে আমাদের যোগ নেই।” |