স্টার্ক-ঝড়ে কাত ক্যারিবিয়ানরা |
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের মুখোমুখি হল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক কুড়ি রান দিয়ে পাঁচটি উইকেট নেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯.২ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয়। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
|
মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের নিষ্পত্তি হল শেষ বলে। ইংল্যান্ডের করা ২৩৮ রান তাড়া করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয় আসে শেষ বলে ছক্কা মেরে। অন্য ম্যাচে, অস্ট্রেলিয়ার কাছে ৯১ রানে হারল পাকিস্তান। অস্ট্রেলিয়ার তোলা ১৭৫ রানের জবাবে পাকিস্তান ধসে যায় ৮৪ রানে। নিউজিল্যান্ড আবার ১৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল। ভারতের পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে।
|
বেঙ্কটরাঘবনের সার্টিফিকেট |
আগামী ৩ ফেব্রুয়ারি সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে প্রতি বছরের মতো। এ বার রক্তদাতাদের ভারতের প্রাক্তন অধিনায়ক বেঙ্কটরাঘবনের সই করা সার্টিফিকেট দেওয়া হবে।
|
মহেন্দ্র সিংহ ধোনি এ বার বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টস সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন। বোর্ডের কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টেও ইন্ডিয়া সিমেন্টস দলে ধোনির নাম আছে। তবে এই টুর্নামেন্টে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।
|
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রোটিয়াদের ২৫৩ রানে অল আউট করে দিল পাকিস্তান। মহম্মদ হাফিজ চার উইকেট এবং উমর গুল ও জুনেইদ খান দুটো করে উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার কালিস (৫০)। জবাবে পাকিস্তান ৬-০।
|
• ভেটারেন্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব-১৫ ফুটবল ৭ থেকে ১৬ ফেব্রুয়ারি। আটটি দল অংশ নেবে। চল্লিশোর্ধ্বদের অফিস ফুটবল একই দিনে শুরু। ফাইনাল ১৭ ফেব্রুয়ারি।
• সম্প্রতি ক্যালকাটা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া হয়ে গেল গীতাঞ্জলি স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। |