শুক্রবার সকালে পাথরপ্রতিমার এল প্লটের পূর্বশ্রীপতিনগর গ্রামের বাসিন্দারা ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বনদফতর সূত্রে জানানো হয়েছে, ওই এলাকায় বনকর্মীদের পাঠানো হয়েছে। যদিও বাঘের দেখা পাননি তাঁরা।
|
শুক্রবার নয়াগ্রাম ব্লকের খানামুড়ি জঙ্গলে একটি হরিণ শাবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে নয়াগ্রাম রেঞ্জ অফিসে নিয়ে আসেন। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “নিউমোনিয়ায় হরিণশাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা প্রাণী চিকিৎসকেরা।”
|
গাছ ছাঁটাই সংক্রান্ত বিষয়ে পুরসভাই পদক্ষেপ করবে। কাউন্সিলরেরা পুরসভার কাছে শুধু আবেদন করবেন। শুক্রবার বিধাননগর পুরসভার চেয়ারম্যান পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পুরসভা সূত্রের খবর, এ নিয়ে কোনও নির্দেশ না দিতে চিঠি যাবে কাউন্সিলরদের কাছে। সম্প্রতি শাসক দলের এক কাউন্সিলর একটি গাছ ছাঁটার নির্দেশ দেন। তা নিয়ে বিতর্ক বাধে। |