|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
কবিতা এবং ছবির মেলবন্ধন |
মৃণাল ঘোষ |
সম্প্রতি কবি ও শিল্পী শ্যামলবরণ সাহা প্রকৃতির সঙ্গে নিজের একাত্মতার কথা ব্যক্ত করেছেন অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর তৃতীয় একক প্রদর্শনীতে। প্রদর্শনীর শিরোনাম ‘সেল্ফ পোর্ট্রেট...স্টিল মোর’। জলরং ও কালিতে তিনি এঁকেছেন সবুজের ছবি। নানা ভঙ্গিতে, নানা অবস্থানে বৃক্ষ, পল্লব, শাখা-প্রশাখা, বাতাসের সঙ্গে তাদের সংলাপ, তাদের নৈঃশব্দ্যযাপন, যুথবদ্ধতা ও একাকীত্ব ইত্যাদি। স্থাপন করেছেন কবিতা ও ছবির মধ্যে সংযোগ। |
|
|
প্রদর্শনী চলছে
চিত্রকূট: দীপন বন্দ্যোপাধ্যায় কাল শেষ।
তাজ বেঙ্গল: বিভাস বৈদ্য কাল শেষ। বলাকা, রিতু, বিভাস ১০ পর্যন্ত।
আকার প্রকার: ‘আন্ডার দ্য স্কাই’ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
অ্যাকাডেমি: পরমেশ পাল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেঙ্গল আর্ট গ্যালারি: জগন্নাথ সরকার ৭ পর্যন্ত।
মায়া আর্ট স্পেস: ‘স্পেস উইদিন স্পেস’ ১০ পর্যন্ত।
তাজ বেঙ্গল: দেবদীপ ১০ পর্যন্ত। |
|
|
|
|
|