ত্রিফলা আলোয় দুর্নীতির নেপথ্যে কোন কোন ক্ষমতাশালী ব্যক্তির হাত রয়েছে, তা প্রকাশ্যে আনতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন কলকাতা পুরসভার কিছু কর্মী ও ইঞ্জিনিয়ার। তাঁদের অভিযোগ, পুরসভার আলো দফতরের তিন অফিসারের ঘাড়ে দায় চাপিয়ে কেউ কেউ হাত ধুয়ে ফলতে চাইছেন। তাঁদের ভূমিকা প্রকাশ্যে আনার জন্যই তদন্ত দরকার। শুক্রবার পুর কমিশনারের কাছে লিখিত ভাবে এই দাবি জানিয়েছেন তাঁরা। ওই পুরকর্মীদের বক্তব্য, পুর কর্তৃপক্ষের মৌখিক নির্দেশ এবং অনুমোদন ছাড়া নিয়ম বহির্ভূত ভাবে কোটি কোটি টাকার কাজ করার সাহস কোনও অফিসারের নেই। এখন বেকায়দায় পড়ে ওই তিন অফিসারকে ফাঁসানো হল। এ ভাবে চললে পুর পরিষেবা বিপর্যস্ত হবে বলে মনে করেন ওই কর্মীরা। এ দিনই পুরসভার সামনে এক সমাবেশে তৃণমূল বোর্ডের বিরুদ্ধে সরব হন সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার। তিনি বলেন, “অফিসারদের বলির পাঁঠা করে বাঁচতে চাইছে তৃণমূল পুরবোর্ড। এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে কলকাতা পুলিশের এসআই রাজীব চক্রবর্তীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ শুক্রবার বলেন, “আজাদগড়ের এক মহিলার অভিযোগ, রাজীব পাটুলিতে কর্মরত থাকাকালীন ঘটনাটি ঘটে। স্বামীর সঙ্গে ওই মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। রাজীব তদন্তকারী অফিসার ছিলেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।” পুলিশ জানায়, রাজীব যে নিজে বিবাহিত ও সন্তানের পিতা, তা গোপন রাখেন। এ দিন ওই এসআইকে আলিপুর আদালত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।
|
পরিবহণ কর্মী, নির্মাণকর্মী ও অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা ও সচেতনতা বাড়াতে সুসজ্জিত গাড়ির মাধ্যমে প্রচার শুরু করল শ্রম দফতর। শুক্রবার মহাকরণের সামনে সবুজ পতাকা নেড়ে এই অভিযানের সূচনা করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। শ্রমিকেরা যাতে বেশি করে সামাজিক সুরক্ষা পেতে নাম নথিভুক্ত করেন, সে জন্য তিনি আহ্বান জানান। কী কী সুযোগ-সুবিধা শ্রমিকেরা পেতে পারেন সে নিয়ে ট্যাবলোতে লেখা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় এই গাড়ি পরিক্রমা করবে।
|
ভ্যানের মালিকের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হল ভ্যানচালকের। শুক্রবার, জোড়াবাগানের এন গোস্বামী লেনে। মৃতের নাম কমল (৩৫)। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পুলিশ সাইকেল ভ্যানের মালিক গৌতম চন্দ্রকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, এ দিন মত্ত অবস্থায় কমল কাজে আসেন। কেন কমল মত্ত অবস্থায় এসেছে, তা নিয়ে গৌতমের সঙ্গে তাঁর বচসা বাধে। পুলিশের দাবি, বচসা পৌঁছয় হাতাহাতিতে। অভিযোগ, গৌতমের আঘাতে পড়ে যান কমল। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |