অয়েল ইন্ডিয়ার শেয়ারে বাড়তি সাড়া
নিজস্ব প্রতিবেদন |
বাজেটের আগেই শুক্রবার অয়েল ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য বিপুল সাড়া মিলল। যা ভাল লক্ষণ বলে মত বিশেষজ্ঞদের। বাজারে ছাড়ার জন্য নির্দিষ্ট ৬.০১ কোটি শেয়ারের জন্য এ দিন ২.৫ গুণ বেশি আবেদনত্র জমা পড়ে। শেয়ার পিছু গড় দাম ধরা হয়েছে ৫১৭.৯৯ টাকা। এর ফলে অয়েল ইন্ডিয়ার শেয়ার বিলগ্নিকরণে কেন্দ্রের হাতে আসবে ৩১১৩.৮০ কোটি টাকা। এ দিকে, শুক্রবার বাজার ফের পড়েছে। সেনসেক্স ১১৩.৭৯ পড়ে থামে ১৯,৭৮১.১৯ অঙ্কে। টাটা মোটরসের দর এই দিন ৪.৩৬% পড়ে যায়। দর হঠাৎ কেন এতটা পড়ল, তা খতিয়ে দেখছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
|
গাড়ি বিক্রি নিয়ে
নিজস্ব প্রতিবেদন |
জানুয়ারি মাসেও বিক্রিতে মিশ্র প্রতিক্রিয়া দেখল গাড়ি শিল্প। কিছু সংস্থা বিক্রি বাড়িয়েছে। তবে তা কমেওছে অনেকের। যেমন, দেশে মারুতির বিক্রি বাড়লেও সার্বিক ভাবে তা কমেছে। এ ছাড়াও, যে-সব সংস্থার বিক্রি কমেছে তাদের মধ্যে আছে টাটা মোটরস, টয়োটা কির্লোস্কর, জিএম, ফোর্ড ইত্যাদি। বিক্রি বেড়েছে হুন্ডাই, হোন্ডা কারস ইন্ডিয়া, রেনো, মহীন্দ্রার। এ দিকে, গাড়ির দাম ৪ হাজার থেকে প্রায় ২১ হাজার পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে হুন্ডাই। এর আগেই এই পথে হেঁটে পোলো এবং ভেন্টো-র দাম বাড়িয়েছে ফোক্সভাগেন।
|
ডিজেল বাড়বে মাসে ৪০ থেকে ৫০ পয়সা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রতি মাসেই ডিজেলের দাম লিটারে ৪০ থেকে ৫০ পয়সা করে বাড়ানো হবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই খাতে লোকসান যত দিন না মুছে যাচ্ছে, তত দিন ওই প্রক্রিয়া চলবে বলে শুক্রবার জানান তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। তবে দাম বাড়ানোর পরবর্তী তারিখ জানাননি তিনি। বিমান জ্বালানির দাম। বিমান জ্বালানির দাম ২% বাড়ল। এর ফলে কলকাতার দাম হল কিলোলিটারে ৭৬,৫৮৬.২০ টাকা।
|
ভেল, গেইল-কে মহারত্ন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভেল এবং গেইল-কে মহারত্ন তকমা দিল কেন্দ্র। এর ফলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও সংস্থা পরিচালনায় আরও বেশি স্বাধীনতা পাবে ওই দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা। যার দরুন আরও চড়া দরে তাদের শেয়ার বিক্রি করা কেন্দ্রের পক্ষেও সহজ হবে বলে মনে করছেন অনেকে। |