টুকরো খবর
২৪শে ভাওয়াইয়া প্রতিযোগিতা
২৪-তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা ও মেলা শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি. জলপাইগুড়ির বেলাকোবায় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে. রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানানো হয়েছে। অসম এবং বাংলাদেশের শিল্পীরাও প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত মেলায় গান শোনাতে আসবেন বলে জানা গিয়েছে। গানের পাশাপাশি অসম থেকে বিহু এবং দক্ষিণবঙ্গ থেকে ছৌ নাচের দল আসবে। আয়োজক কমিটির সভাপতি তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে উৎসব চলবে. রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। বিএসএফের ব্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে।

প্রবীণ চিত্রশিল্পী শানু লাহিড়ীর জীবনাবসান
হাসপাতালের বিছানায় শুয়েও আত্মীয়দের কাছে রং, তুলি, কাগজ চেয়েছিলেন। ছবি আঁকবেন। কিন্তু ইচ্ছাপূরণ হল না। শুক্রবার সকালে, বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী (৮৫)। ১৯ জানুয়ারি কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। খবর পেয়ে হাসপাতালে শ্রদ্ধা জানান গণেশ হালুই, শুভাপ্রসন্ন প্রমুখ। ১৯২৮ সালের ২৩ জানুয়ারি কলকাতায় শানু লাহিড়ীর জন্ম। পথচিত্র অঙ্কনের অন্যতম পথপ্রদর্শক হিসাবে তিনি সমাদৃত। জীবনানন্দের কবিতার ইংরেজি অনুবাদের অলঙ্করণের পাশাপাশি ‘স্মৃতির কোলাজ’ নামক আত্মজীবনীও লেখেন তিনি। ছাত্রাবস্থাতেই রাষ্ট্রপতি পুরষ্কারে সম্মানিত হন। এ দিন কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

চলচ্চিত্র উৎসব
আসানসোল ফিল্ম স্টাডি সেন্টারের চলচ্চিত্র উৎসব শুরু হল শুক্রবার। ৮ জানুয়ারি পর্যন্ত প্রতি দিন দুপুর ৩টা এবং সন্ধ্যা ৬টায় সিনেমা দেখানো হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.