টুকরো খবর
হুড়ায় জবকার্ড গ্রাহকদের ঋণ
একশো দিনের প্রকল্পের শ্রমিকদের আর্থিক ঋণ দিতে এগিয়ে এল একটি গ্রামীণ ব্যাঙ্ক। ‘ব্যাঙ্ক গ্যারান্টি’ ছাড়াই হুড়া থানার মাগুড়িয়াতে বৃহস্পতিবার ঋণ মেলায় ৫০৭ জন জব কার্ড প্রাপকের হাতে ১ কোটি ২৩ লক্ষ টাকা তুলে দেওয়া হল। পুরুলিয়া জেলা পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার বলেন, “জবকার্ড গ্রহকদের বিনা আমানতে ঋণ দেওয়ার জন্য কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে। ব্যাঙ্কগুলিকে আমরা এ ব্যাপারে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছি। এই গ্রামীণ ব্যাঙ্ক জেলার অন্য এলাকাতেও ঋণদান শিবির করবে।” ব্যাঙ্কের আঞ্চলিক প্রবন্ধক শশাঙ্ক দত্ত বলেন, “ঋণ দেওয়ার আগে সাধারণত গ্রাহকের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি চাওয়া হয়। তবে এ ক্ষেত্রে আমরা আমানত ছাড়াই জবকার্ড প্রাপকদের ঋণ দিচ্ছি।” ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অবিনাশ মোহন বলেন, “বছর খানেক আগে পশ্চিম মেদিনীপুরে পরীক্ষামূলক ভাবে ঋণ দিয়ে সন্তোষজনক ফল পাওয়ায় এ বার পুরুলিয়ায় উদ্যোগ নেওয়া হল।” অতিরিক্ত জেলাশাসক জানান, জেলায় জবকার্ড গ্রাহকের সংখ্যা ৪ লক্ষ ৪৮ হাজার। ১০০ দিন প্রকল্পে গত বছর জেলায় জবকার্ড গ্রাহকদের ৩৫ দিন কাজ দেওয়া গিয়েছিল। এ বার লক্ষ্যমাত্রা ৫০ দিন। বছরের বাকি দিনগুলি তাঁদের বিকল্প রোজগারের জন্য এই ঋণদানের উদ্যোগ। ওই গ্রামীণ ব্যাঙ্ক জানিয়েছে, পুরুলিয়া জেলায় তাদের ৩০টি শাখায় ২৮ হাজার ৬৪৫ জন জবকার্ড গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে। তাই তাঁদের ঋণ দিতে অসুবিধা নেই। লধুড়কর ললিতা মাহাতো, মাগুড়িয়ার সিন্ধুবালা মাহাতোরা বলেন, “১০০ দিন প্রকল্পে সারা বছর কাজ পাই না। মুড়ি-চিঁড়ে ভেজে কিংবা মুরগী পালন করব ঋণের টাকায়।”

কুসংস্কার মুক্ত সমাজই থিম
কুসংস্কার মুক্ত সমাজ গড়ার বার্তা ছড়াতে রেল রেল শহর আনাড়ায় শুরু হয়েছে রাজীব গাঁধী মেলা। ১৩ বছরে পা দেওয়া এ বারের মেলার ভাবনা কুসংস্কারের বিরুদ্ধে প্রচার। মঙ্গলবার মেলা প্রাঙ্গণে তাই দিনভর চলল তেমনই কিছু অনুষ্ঠান। মেলার উদ্যোক্তা দক্ষিণ-পূর্ব রেলের কর্মী সংগঠন মেনস কংগ্রেস। সংগঠনের আদ্রা ডিভিশনের কো-অর্ডিনেটর সুব্রত দে বলেন, “গতবারের ভাবনা ছিল জেলার লোক-সংস্কৃতি, এ বার কুসংস্কার বিরোধী প্রচার। মঙ্গলবার মেলার মূল মঞ্চে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করেছে।” সাপ সম্পর্কে মানুষের অহেতুক ভীতি দূর করতে সচেতনামূলক অনুষ্ঠান করেন ঝাড়খন্ডের পাঞ্চেতের বাসিন্দা মুবারক আনসারি। শনিবার আনাড়া রেলওয়ে ময়দানে মেলার উদ্বোধন করেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল। মেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে রণপা ও রায়বেশে নাচ। মেনস কংগ্রেসের আনাড়া শাখার সম্পাদক রাজা বসু জানান, প্রতিদিনই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এ বার মেলায় স্টল হয়েছে ১৭০টি।

পুরস্কৃত শিক্ষক
বিজ্ঞান বিষয়ে নিবন্ধ লিখে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের ২০১২ শ্রেষ্ঠ লেখকের সম্মান পেলেন পাত্রসায়রের বালসি হাইস্কুলের শিক্ষক শুভাশিস পাল। একটি একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় ‘বন্ধু প্রাণী মাকড়সা’ শীর্ষক তাঁর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। সেই লেখার জন্য তাঁকে বিজ্ঞান বিষয়ে মনোনীত করা হয়। সম্প্রতি ওই পুরস্কার দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.