টুকরো খবর
ডাকাতির আগেই গ্রেফতার চার দুষ্কৃতী
গাড়িটা দাঁড়িয়েছিল টাকি রাস্তার ধারে। ইতস্তত ঘোরাঘুরি করছিল কয়েকজন। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তা দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের। কাছে যেতেই গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে তারা। পুলিশ গাড়ি আটকে যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু করতেই একজন যাত্রীর কাছে মেলে আগ্নেয়াস্ত্র। অন্য এক যাত্রীর হাতে উঠে আসে রিভলভার। সঙ্গে সঙ্গে এক পুলিশকর্মী গাড়ির জানালা দিয়ে ওই যাত্রীর মাথা লক্ষ্য করে রিভলভার তাক করে আগ্নেয়াস্ত্রটি ফেলে দেওয়ার হুমকি দেন। বেগতিক বুঝে গাড়ি-সহ ধরা দেয় যাত্রী সেজে থাকা কুখ্যাত চার দুষ্কৃতী। গাড়ি থেকে উদ্ধার হয় গুলি ভর্তি রিভলভার, তরোয়াল, লোহার রড, ভোজালি-সহ আরও অনেক অস্ত্র। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটেছে বসিরহাটের গয়রা গ্রামে। বসিরহাটের এসডিপিও অভিজিত্‌ বন্দোপাধ্যায় বলেন, “ধৃত তিনজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর গ্রামে এবং একজন থাকে গাইঘাটার ঝাউতলা গ্রামে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, রাতের বেলায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। এদের বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

টাকা ফেরতের দাবি, অবরোধ এজেন্টদের
মেয়াদ পূর্ণ হওয়ার পরও জমা টাকা ফেরত পাননি গ্রাহকেরা। এই অভিযোগ তুলে টাকা ফেরতের দাবিতে জয়নগরে থানার মোড়ের কাছে একটি ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কয়েকশো এজেন্ট পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার দুপুরে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশ গিয়ে লাঠি চালিয়ে অবরোধ তোলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থার প্রধান কার্যালয় রয়েছে জয়নগরের মিত্রগঞ্জ বাজারে। গত কয়েক দিন ধরে কার্যালয়টি বন্ধ। দেশের নানা প্রান্তে ওই সংস্থার অফিস রয়েছে। এ দিন অন্য রাজ্য থেকেও এজেন্টরা এসে অবরোধে সামিল হন। তাঁদের মধ্যে সুদীপ্তা দাস নামে এক এজেন্ট পরে ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ কার্যালয়টি ‘সিল’ করে দিয়েছে। সংস্থার দুই কর্ণধারের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

নয়ানজুলিতে বাস, জখম ২৪
যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে গিয়ে জখম হয়েছেন ২৪ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-জামতলা রোডে লাউকাটা মোড়ের কাছে। আহত যাত্রীদের প্রথমে জামতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামতলা থেকে জয়নগর আসছিল বাসটি। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

মোটরবাইক ছিনতাই, ধৃত
মোটরবাইক ছিনতাই চক্রের এক ‘পাণ্ডা’কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে হাবরা থানার পুলিশ স্থানীয় কইপুকুর এলাকা থেকে ২১ কেজি ৮০০ গ্রাম গাঁজা-সহ মণিরুল ইসলাম মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে ধরে। তার বাড়ি হাবরার চিংড়িহাটি গ্রামে। সে অবশ্য বাদুড়িয়ায় নিজের শ্বশুরবাড়িতে থাকত। পুলিশ জানায়, গত বছর ২০ ডিসেম্বর বাণীপুর চৌমাথা অঞ্চলে প্রশান্ত দেবনাথ নামে এক জনকে মারধর করে তাঁর মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে মনিরুলের বিরুদ্ধে। বুধবার রাতে বরাহনগর এলাকা থেকে ছিনতাই মোটরবাইকটি পুলিশ উদ্ধার করে।

ধৃত দুই দুষ্কৃতী
স্টেশন চত্বর থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম সাইফুল ইসলাম মোল্লা ও সফিকুল ইসলাম মোল্লা। ধৃতদের কাছে গুলিভর্তি রিভলভার, ভোজালি এবং দুটো মোটর সাইকেল উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটের ভ্যাবলা স্টেশনে ছ’জন দুষ্কৃতীর জড়ো হওয়ার খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এসডিপিও এবং আইসি। পুলিশ দেখে অন্যরা পালালেও এই দুজন ধরা পড়ে যায়। জেরায় তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা স্বীকার করে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলা আদায়ের অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।

দু’টি কারখানায় আগুনে ক্ষতি
ব্যারাকপুর শিল্পাঞ্চলের দু’টি কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগল। চারটে নাগাদ আগুন লাগে নৈহাটির সাহেব কলোনির একটি হোসিয়ারি কারখানায়। আগুন নেভানোর বিশেষ ব্যবস্থা না থাকায় খুব কম সময়ের মধ্যেই পুড়ে যায় কারখানার অর্ধেকটা। দমকল পৌঁছতে দেরি করেছে, এই অভিযোগে বিক্ষোভও দেখান কারখানার কর্মীদের একাংশ। জিনিসপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্রও পুড়ে গিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। দমকলের চারটে ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্তৃপক্ষের দাবি, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাওয়া হয়। অন্য দিকে, টিটাগড়ের এমকো চটকলের সেলাই বিভাগের একাংশও পুড়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিয়ে রুখল পুলিশ
বারাসতের পালপাকুরিয়ায় এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বারাসত থানায় ফোন করে কেউ জানায়, পালপাকুরিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছে, বয়স ১৪। পুলিশ গিয়ে দেখে, বর-কনে বিয়ের মণ্ডপে হাজির। পাত্র ও পাত্রী পক্ষ পুলিশ দেখে ঘাবড়ে যায়। বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। পরিবারের তরফে ক্ষমা চাওয়ার পরে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

যুবক গ্রেফতার
বীরনগর পুরসভায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুব্রত বিশ্বাস। বুধবার রাতে নদিয়ার বীরনগরের বি-ব্লক থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, মাস তিনেক আগে পুরসভায় কম্পিউটার চুরির সঙ্গে ধৃত যুবক জড়িত ছিল।

মিলন মেলা
পাঁচদিনের মিলন মেলার আয়োজন করেছিল নদিয়ার মাঝেরগ্রাম কৃষ্টি সাংস্কৃতিক সংস্থা। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া মাঝেরগ্রামের ওই মেলায় পুষ্প ও আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.