জোড়া মামলার একটিতে আগেই জামিন হয়ে গেলেও তৃণমূল নেতা আরাবুল ইসলামের মুক্তি আপাতত হচ্ছে না। কারণ, অন্য মামলাটিতে তাঁর জামিনের আবেদন ফের খারিজ হয়ে গিয়েছে। বারুইপুর মহকুমা আদালতের বিচারক বৃহস্পতিবার আরাবুলকে ১৩ ফ্রেব্রুয়ারি পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেন।
আলিপুর জেলা দায়রা আদালতও বুধবার আরাবুলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সিপিএম নেতা রেজ্জাক মোল্লার উপরে হামলার ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে ওই দিনই রাজ্য সরকারের কঠোর সমালোচনা করছিল কলকাতা হাইকোর্ট।
ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলকে এ দিন আদালতে হাজির করানো হয়নি। পুলিশি সূত্রের খবর, ওই নেতা আলিপুর জেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিন বারুইপুর মহকুমা আদালতে আরাবুলের শরীরস্বাস্থ্যের ব্যাপারে মেডিক্যাল রিপোর্ট পেশ করেন জেল-কর্তৃপক্ষ। রিপোর্টে জানানো হয়েছে, আরাবুল অসুস্থ। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আদালতে হাজির হওয়ার মতো শারীরিক পরিস্থিতি তাঁর নেই।
৬ জানুয়ারি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁটাতলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার উপরে হামলা এবং তার দু’দিন পরে বামনঘাটায় সিপিএমের মিছিলে বোমা ছোড়া, গুলি চালানোর অভিযোগে আরাবুলকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। ১৭ জানুয়ারি আরাবুলকে গ্রেফতার করে বারুইপুর আদালতে তোলে পুলিশ। রেজ্জাকের উপরে হামলার মামলায় বিচারক তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশি হাজতে পাঠায়। একই সঙ্গে বামনঘাটায় সিপিএমের মিছিলে হামলার মামলায় তাঁকে সাত দিন জেল-হাজতে রাখারও নির্দেশ দেয় আদালত। পরে রেজ্জাক মোল্লার উপরে হামলার মামলায় আরাবুলের জামিন মঞ্জুর হলেও বামনঘাটার ঘটনায় তাঁর জামিন নাকচ হয়ে যায়। ২৩ জানুয়ারি বারুইপুর আদালত তাঁকে জেল-হাজতে পাঠায়।
এ দিন বিচারক দেবদীপ মান্নার কাছে আরাবুলের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী হাফিজুর রহমান। তিনি বলেন, “আরাবুল ইসলাম অসুস্থ। তাঁর জামিন পাওয়ার সব রকম অধিকার রয়েছে।” বিপক্ষের আইনজীবী সুশীল চক্রবর্তী বলেন, “আরাবুলের মেডিক্যাল রিপোর্টে শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাঁর অসুস্থতাটা কী ধরনের, তা নিদিষ্ট ভাবে উল্লেখ করা হয়নি।” ওই বিষয়ে নজর দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জি জানান সুশীলবাবু।
দু’পক্ষের সওয়ালের পরে বিচারক অভিযুক্ত নেতাকে ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ দিন আদালত-চত্বরে আরাবুলের কোনও অনুগামীর দেখা মেলেনি। |