টুকরো খবর |
হলদিয়া ফেরিঘাটে ভাঙচুর, ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ফেরিঘাটে ভাঙচুরের পরে |
যাত্রীবোঝাই ভুটভুটি খারাপ হয়ে গিয়েছিল মাঝ নদীতে। সেই রাগে ফেরিঘাটে পৌঁছে ভাঙচুর চালালেন কয়েকজন যাত্রী। স্থানীয় কয়েকজনের সঙ্গে হাতাহাতির সময় আটকে রেখে দেওয়া হয় তাঁদের মধ্যে তিন যাত্রীকে। বৃহস্পতিবার সকালে হলদিয়া টাউনশিপের ফেরিঘাটে ঘটনাটি ঘটে। পুলিশ এসে আটক তিন যাত্রী জয়দেব মণ্ডল, আহমেদ খান ও সিন্টু ভুঁইয়াকে গ্রেফতার করে। নন্দীগ্রাম থেকে আসা ওই তিন জনকে এদিনই হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে ৪ দিনের জেল হাজতে পাঠান বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৭টা নাগাদ নন্দীগ্রামের কেন্দেমারি ঘাট থেকে হলদিয়া আসছিল একটি যাত্রী বোঝাই ভুটভুটি। হলদিয়ার কাছাকাছি হলদি নদীর চড়ায় আটকে গিয়ে খারাপ হয়ে যায় ভুটভুটিটি। পরে হলদিয়া থেকে অন্য একটি ভুটভুটি গিয়ে টেনে নিয়ে আসে খারাপ ভুটভুটিকে। হলদিয়া ফেরিঘাটে পৌঁছেই অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ তুলে কাউন্টারে ভাঙচুর চালায় একাংশ যাত্রী। জখম হন টিকিটঘরে থাকা সুভাষ ঘড়া নামে এক কর্মী। সেই সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে হাতাহাতি বাধে বিক্ষুব্ধ যাত্রীদের। তিন যাত্রীকে আটকে রেখে দেন স্থানীয়েরা। পরে ওই ফেরি পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে থানায় হামলা ও মারধরের অভিযোগ দায়ের করলে আটক তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ফেরি পরিষেবার দায়িত্বে থাকা সংস্থার মালিক রবীন্দ্রনাথ দাস বলেন, “অতিরিক্ত যাত্রী তোলার প্রশ্নই নেই। আমাদের নির্দিষ্ট সংখ্যায় যাত্রী তোলা হয়। মিথ্যা অভিযোগে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।”
|
স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বধূকে পুড়িয়ে মারার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠাল আদালত। নন্দীগ্রাম থানার দক্ষিণ কেন্দেমারি গ্রামের বধূ খুকু দলপতিকে (২৪) পুড়িয়ে মারার অভিযোগে বুধবার তাঁর স্বামী শম্ভু দলপতি ও শাশুড়ি লতিকা দলপতিকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এ দিন শম্ভুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ বছরের কারাদণ্ড ও লতিকাদেবীকে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল হাজতের নির্দেশ দেন হলদিয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে নন্দীগ্রাম থানা এলাকার বাসুলিচকের বাসিন্দা খুকু বেরার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ কেন্দেমারির বাসিন্দা শম্ভু দলপতির। অভিযোগ, বিয়ের পর থেকেই ‘নিচু জাতে’র বদনাম দিয়ে খুকুদেবীর উপর নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির লোকেরা। ২০০৮ সালের ১৭ নভেম্বর খুকুদেবীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়। সরকার পক্ষের আইনজীবী আশিস পাত্র জানান, তমলুক জেলা হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে যান দগ্ধ খুকুদেবী। ১৯ নভেম্বর নন্দীগ্রাম থানার পুলিশ মামলা শুরু করে শম্ভুকে গ্রেফতার করে। ২৩ নভেম্বর মারা যান খুকুদেবী।
|
সাংসদ তহবিলে জেলা পেল আড়াই কোটি টাকা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাংসদ তহবিলের আড়াই কোটি টাকা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ২০১২-১৩ অর্থবর্ষের জন্য এই টাকা পেল জেলা প্রশাসন। সাংসদ এলাকার উন্নয়নে প্রতি বছর ২ কোটি টাকা করে পান প্রতিটি সাংসদ। প্রাপ্ত অর্থের ৮০ শতাংশ টাকা খরচ করলেই ফের টাকা দেয় সরকার। পশ্চিম মেদিনীপুর জেলার সাংসদ তহবিলের ৮০ শতাংশ অর্থ খরচ হয়ে যাওয়ার পরেই ফের টাকা চেয়েছিল জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ বলেন, “সরকার সাংসদ তহবিলের আড়াই কোটি টাকা দিয়েছে।” পশ্চিম মেদিনীপুর জেলায় মোট তিন জন সাংসদ রয়েছে। ঘাটাল, ঝাড়গ্রাম ও মেদিনীপুর এই তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে জেলায়। আর ঘাটাল মহকুমার একটি বিধানসভা কেন্দ্র রয়েছে (চন্দ্রকোনা) আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাংসদ তহবিলের অর্থে উন্নয়নের জন্য শীঘ্রই সাংসদদের কাছ থেকে প্রকল্প চাওয়া হবে। প্রকল্প জমা জমা দিলেই উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে। যাতে দ্রুত গতিতে এবারও অর্থ খরচ করে বাকি অর্থ পাওয়া যায় সে জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে।
|
ছাত্রীকে গণধর্ষণে ধৃতেরা জেলহাজতে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জামবনির ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত তিন যুবককে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠাল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। পাঁচ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তিন অভিযুক্ত খোকন মাহাতো, বিদ্যাধর মাহাতো ও হলধর পাত্রকে ফের আদালতে তোলা হয়েছিল। বিচারক প্রিয়জিত্ চট্টোপাধ্যায় জেল হাজতে রাখার নির্দেশ দেন। জামবনির শিরষা গ্রামের বছর পনেরোর ওই কিশোরীর এই বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। ১৮ জানুয়ারি বিকেলে টিউশন থেকে নিজের বাড়িতে ফিরছিল ছাত্রীটি। সেই সময়ই শিরষা গ্রামের ওই তিন যুবক তাকে জোর করে কাছের একটি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ২২ জানুয়ারি ছাত্রীটির দাদা জামবনি থানায় লিখিত অভিযোগ জানান। ওই রাতেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। অভিযুক্তরা ফেরার হয়ে যায়। ২৩ জানুয়ারি ঝাড়গ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায়ের কাছে ধর্ষিতা ছাত্রীটি গোপন জবানবন্দি দেয়। ২৫ জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্য লাগোয়া জামবনির দু’টি জঙ্গল থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ২৬ জানুয়ারি ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। অভিযুক্তদেরও ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
|
পুলিশ হেফাজতে সেই প্রতারক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অডিটর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত দেবাশিস পাণ্ডাকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। বুধবার নয়াগ্রাম থানার মলম অঞ্চলের মাঝিপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে গিয়ে তোলাবাজি করার সময় দেবাশিসবাবুকে হাতে-নাতে ধরে ফেলেন নয়াগ্রামের বিডিও তাপস ভট্টাচার্য। দেবাশিসবাবুর বাড়ি ডেবরার বালিচকে। ধৃতের বিরুদ্ধে প্রতারণার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক প্রিয়জিত্ চট্টোপাধ্যায়। পুলিশের দাবি, জেরায় দেবাশিসবাবু স্বীকার করেছেন, শিশু শিক্ষাকেন্দ্র গুলির দেখভালের দায়িত্বে থাকা তিন জন অ্যাকাডেমিক সুপারভাইজারের যোগসাজশে তিনি প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন শিশুশিক্ষা কেন্দ্র থেকে এই ভাবে ভয় দেখিয়ে প্রায় লাখ খানেক টাকা আদায়ও করেছেন তিনি। তিন জন সুপারভাইজারকে এখনও গ্রেফতার করা হয়নি। প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
|
খুনের দায়ে ৮ বছরের জেল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
খুনের দায়ে ৮ বছরের কারাদণ্ড হল এক ব্যক্তির। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় তমলুক থানার শিউরি গ্রামের বাসিন্দা দিলীপ মাইতিকে এই সাজা শোনান। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী শ্যামাপদ মাইতি ও দিলীপ মাইতির মধ্যে টাকা পয়সা নিয়ে মধ্যে পুরনো বিবাদ ছিল। ২০০৬ সালের ২৫ মার্চ রাতে শ্যামাপদবাবুকে রাস্তায় মারধর করে দিলীপবাবু ঠেলে ফেলে দেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা শ্যামাপদবাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জানুবসান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মার্চ জেলা হাসপাতালে শ্যামাপদবাবুর মৃত্যু হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দিলীপ মাইতির বিরুদ্ধে তমলুক থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সরকারপক্ষের আইনজীবী দেবাশিস ভট্টাচার্য জানান, “জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে ওই মামলার শুনানির পর ৩০৪ ধারায় দিলীপ মাইতির ৮ বছর জেল হয়।”
|
তিন ডাকাতের জেল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তিন ডাকাতকে আট বছরের জেলে পাঠাল হলদিয়া আদালত। মহিষাদলের তেরাপেখ্যার বাসিন্দা প্রাক্তন অধ্যাপক প্রভাসচন্দ্র সামন্তের বাড়িতে ডাকাতির অভিযোগে ধৃত তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার আট বছর কারাদণ্ডের সাজা শোনান হলদিয়া অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সোনালী নন্দী চক্রবর্তী। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালের ২৫ মে রাতে ওই অধ্যাপকের বাড়িতে চড়াও হয়ে গয়না, মোবাইল, নগদ টাকা-সহ প্রায় দু’লক্ষ টাকার সামগ্রী ডাকাতি করেছিল পাঁচ জনের দুষ্কৃতীদল। মাস তিনেক পরে তিন দুষ্কৃতীকে মহিষাদল থানার পুলিশ গ্রেফতার করে। ধৃত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা রমেন হালদার, নিতাই হালদার, তপন হালদারকে টিআই প্যারেডে শনাক্ত করার পর মামলা শুরু হয়। সরকারি আইনজীবী দিলীপ শী জানান, ৬ বছর ধরে মামলা চলছিল। দুষ্কৃতীদের ৮ বছরের কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা হয়েছে।”
|
কিশোর উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুই স্কুল ছাত্রকে দিঘার রাস্তা থেকে উদ্ধার করে পরিবারের লোকেদের হাতে তুলে দিল পুলিশ। ময়না আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র স্বপন পণ্ডা ও দশম শ্রেণির সন্দীপ মণ্ডলের দাবি, তারা অভিন্নহৃদয় বন্ধু। বাড়ির লোকেরা বন্ধুত্বের জন্য মারধর করত। সেই অভিমানেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশে বেরিয়ে পড়েছিল তারা। মঙ্গলবার রাতে দিঘা থানার পুলিশ রুটিন টহলদারির সময় দুই কিশোরকে রাস্তার ধারে বসে থাকতে দেখে থানায় নিয়ে যায়। এর পর দিঘা থানা থেকে দুই ছাত্রের বাড়িতে খবর পাঠানো হয়। বুধবার দু’জনকে বাড়ির লোকেদের হাতে তুলে দেয় পুলিশ।
|
সিটুর ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জেলাশাসকের দফতরে স্মারকলিপি ও ডেপুটেশন দেওয়া হল সিটুর পক্ষ থেকে। রাজ্য জুড়ে বাড়তে থাকা নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সিটুর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির তরফে বৃহস্পতিবার এই ডেপুটেশন দেওয়া হয়। এ দিন তমলুকে জেলাশাসকের অফিসের সামনে সিটুর সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কর্মসূচিতে নেতৃত্ব দেন নির্মল জানা, প্রণব দাস, সুব্রত মহাপাত্র, রীতা দত্ত প্রমুখ।
|
কলাগেছিয়ায় বইমেলা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শুরু হল সপ্তম কলাগেছিয়া বইমেলা। বুধবার বিকেলে খেজুরির কলাগেছিয়াতে ‘কলাগেছিয়া প্রগতি পরিষদ পাঠাগার’ আয়োজিত সপ্তম বইমেলার উদ্বোধন করেন খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাক্তন বিধায়ক রামচন্দ্র মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ‘বইয়ের জন্য হাঁটুন’ শীর্ষক একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়।
|
কিশোরী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অপহরণের পাঁচ মাস পর কিশোরীকে উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ মারিশদা থানার জগুদাসবাড় গ্রামে গিয়ে খাগরাবনি গ্রামের ওই কিশোরীকে উদ্ধার করে ও অপহরণকারী আবদুল রেজ্জাক খানকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া কিশোরী বাড়ি ফিরতে না চাওয়ায় তাকে সরকারি হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
|
সাংস্কৃতিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বন্দরের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র। |
সারা ভারত বন্দর সাংস্কৃতিক সম্মেলন শুরু হল। বৃহস্পতিবার দুপুরে হলদিয়া বন্দরের বিবি ঘোষ প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন কাণ্ডলা বন্দরের চেয়ারম্যান তথা স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সভাপতি পি ডি বাঘেলা। এর আগে ১৯৯৯ সালে এই সম্মেলন হয়েছিল হলদিয়া বন্দরে। মুম্বই, পারাদ্বীপ, কান্ডালা, বিশাখাপত্তনম-সহ দেশের দশটি গুরুত্বপূর্ণ বন্দরের প্রায় ২০০ প্রতিনিধি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। তিন দিন ধরে অনুষ্ঠান চলবে। |
|