|
|
|
|
হলদিয়া পুরবোর্ড |
সূর্যের চিঠি রাজ্যপালকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়ার নির্বাচিত পুরবোর্ডকে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে দেওয়ার জন্য হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যপাল এম কে নারায়ণনকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের বাধায় সেখানে কী ভাবে উন্নয়নের প্রক্রিয়া থেকে পুরবোর্ডের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, তা নিয়ে আগেই রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন হলদিয়ার চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ। প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকায় বামফ্রন্টের কাউন্সিলরদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে রাজ্যপালকে বিশদে জানাতে চেয়েছেন বিরোধী দলনেতা।
তৃণমূলের বিক্ষোভে হলদিয়ার বাম কাউন্সিলরেরা পুরসভায় বোর্ডের বৈঠক করতে পারছেন না। দু’দিন আগে তৃণমূলের বাইক বাহিনীর দাপটে বাইরেও তাঁরা বোর্ডের বৈঠক করতে পারেননি বলে বামেদের অভিযোগ। তিনি বৃহস্পতিবার বলেন, “হলদিয়া পুরসভার উপরে লাগাতার আক্রমণ চলছে। বিরোধীরা যাতে পুরভোটে প্রার্থী দাঁড় করাতে না পারে, সেই চেষ্টা হয়েছে। ভয়-ভীতি উপেক্ষা করেই মানুষ বামফ্রন্টের পক্ষে রায় দিয়েছিলেন। স্থানীয় সাংসদ একটা তারিখ দিয়ে বলেছিলেন, সেই দিন থেকে বোর্ড নাকি উল্টে দেবেন! রাজ্যপালের কাছে জানিয়েছি, যাতে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার পরামর্শ দেন।” বিরোধী দলনেতার অভিযোগের আঙুল স্পষ্টতই তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর কাজকর্মের দিকে।
অভিযোগ, হলদিয়ার কয়েক জন বাম কাউন্সিলরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। দু’দিন আগে বোর্ড বৈঠক উপলক্ষে তৃণমূল পরিকল্পনা হয়েছিল গণ্ডগোল বাধানোর। যাতে সব কাউন্সিলরকে একসঙ্গে অভিযোগে জড়িয়ে দেওয়া যায়। বিরোধী দলনেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে হলদিয়া বা রায়নায় যা হচ্ছে, মন্ত্রী-সাংসদেরা যে বিবৃতি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর স্নেহধন্য নেতারা যা করছেন, এ সবই ভয়ঙ্কর ইঙ্গিত!” |
|
|
|
|
|