|
|
|
|
বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর, তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের কর্মসূচিতে যোগ না দেওয়ায় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। হামলার সময় রোহিত বেরা নামে ওই কর্মী বাড়িতে ছিলেন না। চাষের কাজে মাঠে গিয়েছিলেন। তৃণমূলের লোকজন তাঁর স্ত্রী যমুনাদেবীকে মারধর করে বলে অভিযোগ। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন।
ঘটনাটি গড়বেতার সন্ধিপুর ২ নম্বর অঞ্চলের এলনা গ্রামের। বিজেপি নেতা অরূপ দাসের বক্তব্য, “সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে গ্রামে সন্ত্রাসের আবহ তৈরি করতেই এই হামলা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না হলে আন্দোলন হবে।” তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের গড়বেতা ব্লক সভাপতি দিলীপ পাল বলেন, “এমন কোনও ঘটনার কথা জানি না। খোঁজ নিয়ে দেখছি।” যদিও ব্লক সভাপতির অনুগামী এক তৃণমূল কর্মীর বক্তব্য, “স্থানীয় বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি।”
বৃহস্পতিবার বিজেপির জেলা কার্যালয়ে এসে তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন রোহিত বেরা। রোহিতবাবু দলের সন্ধিপুর ২ নম্বর অঞ্চল সভাপতি। গত ২৬ জানুয়ারি ওই অঞ্চলে তৃণমূলের এক কর্মসূচি ছিল। তাতে যোগ দেওয়ার জন্য আগের দিন বিকেলে বাড়িতে এসে নির্দেশ দিয়েছিল স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। রোহিতবাবু বলেন, “২৬ তারিখ দুপুরে আমি বাড়িতে ছিলাম না। আলু চাষের জন্য মাঠে গিয়েছিলাম। ওই সময়ই কয়েকজন বাড়িতে আসে। আমাকে না পেয়ে স্ত্রীকে মারধর করে। তৃণমূলের কর্মসূচিতে যাইনি বলেই এই অত্যাচার।” পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে। |
|
|
|
|
|