টুকরো খবর |
ছাত্রীকে গণধর্ষণে জামিন দু’জনের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত দুই যুবকের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। বৃহস্পতিবার অভিযুক্ত কৌশিক দাস ও প্রতীক দেবের জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ দিন শুনানির সময় হাজির ছিলেন খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য। তিনিই মামলার তদন্তকারী অফিসার। এই মামলায় ধৃত ৭ জনের মধ্যে টিআই প্যারেডে ধর্ষিতা ছাত্রী চার জনকে চিহ্নিত করেছিল। যে তিন জনকে সে চিহ্নিত করতে পারেনি, তাদের মধ্যেই রয়েছে এই দু’জন। টিআই প্যারেডে ৭৭ জনকে হাজির করা হয়েছিল। বুধবারই এই মামলার চার্জগঠন হয়েছে মেদিনীপুর আদালতে। পরবর্তী দিন ধার্য হয়েছে ৭ ফেব্রুয়ারি। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে কয়েকজন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় আট জন জড়িত। ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করে একজন।
|
বিক্ষোভ-মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গরিব মানুষকে এক টাকায় খাস জমি লিজ দেওয়া, সময় মতো বার্ধক্য- বিধবা ভাতার টাকা দেওয়া-সহ নানা দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় বস্তি উন্নয়ন সমিতি। পরে সমিতির তরফে স্মারকলিপিও দেওয়া হয়। দুপুরে বিদ্যাসাগর হল থেকে বেরোয় মিছিল। মিছিল কালেক্টরেটে পৌঁছতেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বক্তব্যে রাজ্য সরকারের সমালোচনা করেন নেতৃত্ব।
|
দুর্ঘটনায় জখম দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। জখম হলেন চালক এবং একজন এএসআই। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর কোতয়ালি থানার গুড়গুড়িপালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বক্সিবাঁধের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গুড়গুড়িপালের কাছে একটি কালভার্টে গাড়ি নিয়ে ধাক্কা মারেন। জখম দু’জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। |
|