সিদ্ধান্তহীনতা নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি এনসিপি প্রধানের
তেলেঙ্গানা রাজ্য গঠন সম্পর্কে সিদ্ধান্তহীনতা নিয়ে কেন্দ্র তথা কংগ্রেসকে সতর্ক করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পওয়ার বলেন, “পৃথক তেলেঙ্গানা গঠন নিয়ে টালবাহানা করে কোনও লাভ হচ্ছে না।” পরে প্রকাশ্যেও প্রায় একই সুরে কথা বলেছেন তিনি। এই প্রথম তেলেঙ্গানা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাল ইউপিএ জোটের শরিক।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেও পওয়ার আসলে সনিয়া গাঁধীকে বার্তা দিতে চাইছেন বলে ধারণা রাজনীতির কারবারিদের। কারণ, তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে সনিয়ারও। কখনও তিনি মনে করছেন তেলেঙ্গানা রাজ্য গঠন করলে সেখানে ভালো ফল করবে কংগ্রেস। আবার কখনও দলের নেতারা তাঁকে বোঝাচ্ছেন তাতে বাকি অন্ধ্রে ক্ষতি হবে দলের। শক্তি বাড়বে জগন্মোহন রেড্ডির। আদতে কংগ্রেসের সিদ্ধান্তহীনতায় গোটা অন্ধ্রপ্রদেশই হাতছাড়া হওয়ার উপক্রম কংগ্রেসের।
গত লোকসভা ভোটে অন্ধ্র থেকেই সবচেয়ে বেশি আসন পেয়েছিল কংগ্রেস। সেই রাজ্যে কংগ্রেসের আসন কমলে দুর্বল হবে ইউপিএ। মনমোহনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের পওয়ার জানান, তেলেঙ্গানা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তার জেরে যদি মহারাষ্ট্রে পৃথক বিদর্ভ রাজ্য গঠন নিয়ে দাবি ওঠে তাতেও অসুবিধা নেই। কারণ পৃথক বিদর্ভ গঠনে এনসিপি বাধা দেবে না।
রাজনীতির কারবারিদের মতে, ঠিক যে সময়ে পওয়ার তেলেঙ্গানা নিয়ে মুখ খুলেছেন তাও তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটের আর চোদ্দো মাস বাকি। অতীত অভিজ্ঞতা জানাচ্ছে, লোকসভা ভোটের এক বছর আগে থেকে সব সময়েই আলোচনার কেন্দ্রে উঠে আসেন পওয়ার। তাঁর সঙ্গে বিজেপি-র সখ্যের সম্ভাবনা নিয়ে জল্পনা চলে। তবে এ বার পরিস্থিতি হয়তো আলাদা।
কারণ, পওয়ার আজ বিজেপিরও সমালোচনা করেন। এনসিপি সভাপতির মতে, মাঝে বিজেপি-র কিছুটা বৃদ্ধি হচ্ছিল ঠিকই। কিন্তু সেই বৃদ্ধি থেমে গিয়েছে। উল্টে কর্নাটকে এ বার ধরাশায়ী হবে বিজেপি। নিতিন গডকড়ীকে দলের সভাপতি পদ থেকে সরানোর পর মহারাষ্ট্র তথা বিদর্ভেও এ বার খারাপ ফল করবে তারা।
গডকড়ীর সঙ্গে পওয়ারের সম্পর্ক ভালো। তবে পওয়ার-ঘনিষ্ঠদের বক্তব্য, শুধু সেই কারণেই বিজেপি-র সমালোচনা করেননি তিনি। পওয়ার জানেন, এখন ইউপিএ জোটেই থাকতে হবে এনসিপিকে। তাই সিদ্ধান্তহীনতা নিয়ে কংগ্রেসকে সতর্ক করতে চান তিনি।
আর নির্বাচনে না লড়ে এ বার দলকে মজবুত করার দিকে মন দিতে চান বলে জানিয়েছেন পওয়ার। কংগ্রেসের একাংশের মতে, রাহুল গাঁধী প্রধানমন্ত্রী হলে তাঁর নেতৃত্বে কাজ করতে সমস্যা হবে পওয়ারের। তাই কংগ্রেসে রাহুলের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই সংসদীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছেন তিনি।
আজ রাহুল প্রসঙ্গে পওয়ার জানান, রাহুলের দক্ষতার কথা তাঁর জানা নেই। তবে কংগ্রেস নিশ্চয়ই দলের ভালো হবে ভেবেই তাঁর গুরুত্ব বাড়িয়েছে। পওয়ারের বক্তব্য, কংগ্রেসের ভালো হলে ইউপিএ জোটেরও ভালো হবে। কংগ্রেসের একাংশের বক্তব্য, ইউপিএ-র মঙ্গল চাইলেও রাহুলকে বিশেষ গুরুত্ব দিতে চাননি পওয়ার। তাঁর মনে আসলে কী আছে কে জানে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.