কারা কেটেছিল রুশদির টিকিট, রহস্য এখনও |
বুধবার সকালে মুম্বই-কলকাতা জেট উড়ানে সলমন রুশদির টিকিট কে কেটেছিলেন? ফেলুদার বাদশাহী আংটির চেয়েও বড় রহস্য বোধহয় এখন এটাই।
রুশদির লেখা নিয়ে ‘মিডনাইটস চিলড্রেন’ ছবির পরিচালক দীপা মেটা তাঁর টুইটে জানিয়েছেন, ‘‘রুশদি (কলকাতায়) সারপ্রাইজ গেস্ট ছিলেন। কলকাতা লিট মিট তাঁর উড়ানের টিকিট কেটেছিল।’’
দীপার সেই কথা ‘রিটুইট’ করেছেন রুশদি। অর্থাৎ দীপার বক্তব্যে তাঁর সমর্থন আছে। আর, সেই বক্তব্যকে প্রায় ‘সব ঝুট হ্যায়’ বলে উড়িয়ে দিচ্ছেন ‘লিটারারি মিট’-এর উদ্যোক্তারা। মালবিকা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সলমন রুশদির উড়ান-টিকিট তাঁরা কাটেননি। তিনি অবশ্য স্বীকার করছেন, দীপা মেটা এবং রাহুল বসুর টিকিট লিটারারি মিটের তরফ থেকেই কাটা হয়েছিল। তা হলে ‘সারপ্রাইজ গেস্ট’-এর টিকিট বাদ দিয়েছিলেন কেন? স্পষ্ট উত্তর মেলেনি। রুশদি অবশ্য টুইটে বলছেন, ‘‘সত্যিটা লিট মিটের উদ্যোক্তাদেরই জিজ্ঞাসা করুন না।’’
টিকিট কাটার ব্যাপারে রীতিটা ঠিক কী? জয়পুর সাহিত্য উৎসবের উদ্যোক্তা সঞ্জয় রায় জানাচ্ছেন, আয়োজক সংস্থাই লেখকদের উড়ান-টিকিট কেনে। এটাই প্রথা। জয়পুরে এ বারেও ২৮৫ জন লেখকের যাতায়াতের ব্যয়ভার তাঁর সংস্থা ‘টিমওয়র্ক’কেই নিতে হয়েছে।
আয়োজক সংস্থা পরিচালক দীপা মেটার টিকিট কেটেছিল। কিন্তু রুশদিকে আসতে না দেওয়ার প্রতিবাদে বুধবার দীপা এবং তাঁর স্বামী ‘মিডনাইটস চিলড্রেন’ ছবির প্রযোজক ডেনিস হ্যামিল্টন কেউই কলকাতায় আসেননি। ও দিন সন্ধ্যায় সাহিত্য উৎসবের ‘মিডনাইটস চিলড্রেন’ সংক্রান্ত অধিবেশনে উপস্থিত ছিলেন শুধু রাহুল বসু। রাহুল আগেই কলকাতায় চলে এসেছিলেন, ফলে অধিবেশনে থাকতে আটকায়নি। ‘‘ও দুঃখ করছিল, এমন ঘটবে আগে জানা থাকলে ও যেত না,’’ বললেন দীপা। এ দিন টুইটারে এক ফলোয়ারের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাও উল্লেখ করেন তিনি। দীপা লেখেন, ‘‘সলমন রুশদিকে কলকাতায় নিষিদ্ধ করা হল কিনা, সেটা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে করুন।’’
শহরে মহাশ্বেতা দেবী, কবীর সুমন, অপর্ণা সেনের মতো অনেকেই রুশদিকে আসতে না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। রুশদি-ঘনিষ্ঠ মহল বলছে, কলকাতায় ইংরেজি ছবির বাজার ভাল নয়। ছবি রিলিজের আগে তাই বিবৃতি দিতে চাননি তিনি। ব্রিটেনে ফিরে বিবৃতি দিতে পারেন। |