বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তিন ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করল কাঁকসা থানা। এ দিন জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতদের নাম নীতেশ সরকার, রাজু শিকদার ও বিকাশ বাউরি। নীতেশ ও বিকাশের বাড়ি কাঁকসার রাজবাঁধে ও রাজুর বাড়ি বাঁকুড়ার বড়জোড়ায়। এদের কাছ থেকে একটি গুলি ভর্তি নাইন এমএম পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। মিলেছে ১১টি তাজা বোমাও। পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরেই জি টি রোডের উপর বাঁশকোপা সরাই থেকে রাজবাঁধ পর্যন্ত দাঁড়িয়ে থাকা লরির চালকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও জিনিসপত্র লুঠের ঘটনা ঘটছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে হাতেনাতে ধরে দুষ্কৃতীদের।
|
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার দায়ে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা হল স্বামীর। তাঁর নাম অভিজিৎ দাস। সরকারি আইনজীবী সদন তা জানান, মেমারির মেরুয়া গ্রামের অভিজিতের সঙ্গে ২০১১ সালে বিয়ে হয় লক্ষ্মীদেবীর। তার পর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। ওই বছরেই ৩ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃতার বাবা গুরুপদ ক্ষেত্রপালের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ-সহ মোট ছ’জনের বিচার শুরু হয়। বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত জেলা জজ আশিসকুমার সেনাপতির এজলাসে অভিজিতের সাজা হয়।
|
বালিবোঝাই নৌকা উল্টে ভাগীরথীতে নিখোঁজ হল এক যুবক। বৃহস্পতিবার কালনা ১ ব্লকের কালিনগর গ্রামে নদীর একটি বাঁকে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বছর আঠাশের নিখোঁজ ওই যুবকের নাম ঝন্টু শেখ। তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ নবদ্বীপমুখি একটি লঞ্চ দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় নদিয়ার টেংরিডাঙা এলাকার বিল্লাল শেখের একটি বালিবোঝাই নৌকা ফিরছিল। কালিনগর গ্রামে একটি বাঁকের মুখে ঢেউয়ে বেসামাল হয়ে সেটি উল্টে যায়। নৌকায় থাকা পাঁচ শ্রমিক নদী সাঁতরে নিরাপদে ফিরেছেন। কিন্তু ঝন্টুর কোনও খোঁজ পাওয়া যায়নি।
|
ব্যাঙ্কে জাল নোট জমা দিতে এসে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। পুলিশ জানায়, ধৃতরা হলেন চোট নীলপুরের বালিডাঙার বাসিন্দা শেখ রবিউল ও খণ্ডঘোষের কেউদিয়া গ্রামের বাসিন্দা শেখ সোহরাব। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বীরহাটা শাখায় জাল ৫০০ টাকার নোট জমা দিতে এসে গ্রেফতার হন তারা। কীভাবে তারা ওই জাল নোট পেয়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। |