তারাবাজি
মিসেস মল্লিকের সামনে

দেব
জীবনে প্রথম কারও বিয়ের জন্য নতুন জামা-কাপড় বানাচ্ছি জানেন? অভিষেক দত্ত আমার ড্রেসটা বানাচ্ছে। আর পুরোটাই করছি রানের জন্য। কারণ ও বলেছে বিয়ের সব অনুষ্ঠানে নতুন জামা-কাপড় আমাকে বানাতেই হবে। তবে একটাই ভরসা, সব ড্রেস নাকি ও নিজেই স্পনসর করবে। দেখি কী করে জামাইবাবু?
জিত্
আমি তো ঠিক করেই ফেলেছি শেরওয়ানি পরব। মোহনাও আমাকে বলল, ও পরছে সালোয়ার কুর্তা। কোয়েল আর রানে দু’জনেই অনেক বার করে বলেছিল মেয়ে নবন্যিয়াকে নিয়ে আসতে। কিন্তু ও বড্ড ছোট, আর এমনিতেই তিন মাস না হলে ওর বাড়ি থেকে বেরোনো বারণ। তাই মেয়েকে নিয়ে আসা হবে না।
রাইমা
শাড়ি তো পরবই ঠিক করে ফেলেছি। ভাবছি লাল শাড়ি পরব কি না! যদিও আমার খুব ইচ্ছা সিলভার গ্রে শাড়ি পরার। মায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, মায়ের হিরের গয়না পরব শাড়িটার সঙ্গে। তা ছাড়া, অনিরুদ্ধকেও (চাকলাদার) বলেছি মেক আপ আর চুলটা করে দিতে। আমি শুধু বিয়ের দিনেই আসতে পারব, রিসেপশনে নয়। কারণ পরের দিন আমার বেস্ট ফ্রেন্ড অসীমার বিয়ে হচ্ছে ব্যাঙ্কক-এ। ওখানে আমাকে যেতেই হবে।
শুভশ্রী
শাড়ি তো পরবই, যদিও রংটা ঠিক করে উঠতে পারিনি। সে দিন আবার আমার মামাতো বোন, পুনমের বিয়ে। সেখানেও যেতে হবে। তবে দু’জায়গাতেই শাড়ি পরব এটা কনফার্মড।
পায়েল
এখনও ঠিক করে উঠতে পারছি না কোন রংয়ের শাড়ি পরব লাল না নীল? কালো রংয়ের শাড়ি পরারও ইচ্ছা ছিল, তবে বিয়েবাড়ি বলে পরব না।
আবির চট্টোপাধ্যায়
মেয়ে হওয়ার পর জীবনটা এত অগোছালো হয়ে গিয়েছে, বুঝতে পারছি না কী পরব? একবার ভাবছি খাঁটি বাঙালির মতো পাঞ্জাবি পরব, তার পরেই ভাবছি পঞ্জাবিদের মতো শেরওয়ানি পরলে কেমন হয়। তবে শেরওয়ানি পরলেও মাথায় পাগড়ি পরছি না বস্‌।
শ্রাবন্তী
শেষ কয়েক দিন শো আর শু্যটিং নিয়ে এত ব্যস্ত ছিলাম প্ল্যানিং করাই হয়নি কী পরব বিয়েতে। শাড়ি পরব তো পাক্কা। এমনিতে আমার প্রিয় লাল আর নীল। ওই দু’টো রং পরার সম্ভাবনাই বেশি। তবে আমি তো, শেষ মুহূর্তে অন্য কোনও রং ভাল লেগে গেলে তাই পরে নেব।
বিয়েতে আসছেন না
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়

আমার ড্রেস, জুতো সব প্ল্যান করা ছিল বিয়ে আর রিসেপশনের জন্য। কিন্তু লাস্ট মিনিটে জানতে
পারলাম আমি থাকতেই পারব না। ‘মিশর রহস্য’র শু্যটিংয়ের জন্য আমি সে দিনই দিল্লি যাচ্ছি।
অনেক চেষ্টা করেছিলাম শু্যটিংটা পিছিয়ে দেওয়ার। কিন্তু জেএনইউ ক্যাম্পাসে শু্যটিং
করার ওই ডেটগুলোই পাওয়া গিয়েছে। ওরা দু’জনেই আমার খুব প্রিয়।
ওদের জন্য অনেক অনেক ভালবাসা রইল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.