|
|
|
|
বাবা জ্ঞান দিয়ো না |
দুই শিল্পের ফিউশন |
একজনের নেশা তবলা। আর একজন চিত্রকর। শুরু করতে চলেছেন গয়নার প্রদর্শনী।
তাঁদের অভিনব ফেস্টিভ্যালের সন্ধান দিলেন নীল |
এক জন সঙ্গীতের। অন্য জন চিত্রশিল্পের। দুই মহারথী এক মঞ্চে।
এ মাসের ৮ তারিখ তবলা বাদক তন্ময় বসুর উদ্যোগে নিকো পার্কে আয়োজন হতে চলেছে গান-নাচ-ফ্যাশন-খাবারের এক ফিউশন ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালেই চিত্রকর-ভাস্কর সনাতন দিন্দা প্রকাশ করছেন তাঁর ট্রাইবাল গয়নার সম্ভার।
“হ্যাঁ, সনাতন দিন্দা ওর জুয়েলারি লাইন এখানেই প্রকাশ করবে। শুধু তাই নয়, এই ফেস্টিভ্যালেই ও দেখাবে ‘লাইভ ইন্সটলেশন আটর্’ আর ‘বডি পেন্টিং’,” বলছিলেন তন্ময় বসু, যিনি এই মুহূর্তে ফেস্টিভ্যালের প্রস্তুতিতে অসম্ভব ব্যস্ত। |
|
|
তন্ময় বসু |
সনাতন দিন্দা |
|
সনাতন দিন্দা ছাড়াও এই ফেস্টিভ্যালে সাক্ষী থাকবেন আরও অনেক সঙ্গীতশিল্পী। “অনেক নামকরা মিউজিশিয়ানই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ত্রিলোক গুর্টু, শিভামণি, ভি সিলভাগনেশ, প্রেম জশুয়া এবং আরও অনেক শিল্পীকে ফেস্টিভ্যালের তিন দিন পরিবেশন করতে দেখা যাবে,” যোগ করলেন তন্ময়।
সনাতন দিন্দাও মুখিয়ে আছেন এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য। “হ্যঁা, এটা একটা ভাল সূচনা। আমি কিছু ‘লাইভ আর্ট ইন্সটলেশন’ দেখাব। আমার গয়নার সংগ্রহের মধ্যে অনেকগুলোই আমার পেন্টিংয়ের মোটিফ থেকে নেওয়া। খুব বেশি সময় অবশ্য দিতে পারিনি। তবে আগামী দিনগুলোয় নিশ্চয়ই আরও মন দেব এই ব্যাপারে,” বললেন সনাতন। |
|
|
|
|
|