ওয়ার্ডে মায়ের পাশে শুয়ে থাকা এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত নকশালবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীকে বদলি করা হল। বুধবার অভিযুক্তের শাস্তির দাবিতে ব্লক আধিকারিকের দফতরে বিক্ষোভ অবস্থান করে ইউনিফায়েড নিয়ন্ত্রিত কর্মী সংগঠন এবং তৃণমূল নেতৃত্ব। চাপে পড়ে এ দিন অভিযুক্তকে বদলির সিদ্ধান্তের কথা জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্মী বিজয় হুইকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ওই কর্মী বিজয় হুইয়ের বিরুদ্ধে রোগিণীর আত্মীয়া এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তরুণী লিখিত অভিযোগ করেছিলেন। অভিযুক্তকে শো-কজও করা হয়। এ দিন তাকে বদলির সিদ্ধান্ত হয়। তদন্ত চলছে।” স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড) জেলা সম্পাদক প্রশান্ত সরকার জানান, হাসপাতালে এ ধরনের ঘটনা কাম্য নয়। অভিযোগ ওঠার পরেও ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা সদর্থক ছিল না। বিস্তারিত তদন্ত করে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস মণ্ডল জানান, তাঁরা সদর্থক ভূকিাই নিয়েছিলেন। অভিযোগ পেয়েই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়।
নকশালবাড়ি তারাবাড়ির বাসিন্দা উচ্চ রক্তচাপের রোগিণী হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৪ জানুয়ারি রাতে তাঁকে দেখভালের জন্য একই শয্যায় শুয়েছিলেন তাঁর মেয়ে। অভিযোগ, ওই স্বাস্থ্যকর্মী রাত ১১টার সময় তরুণীকে ওয়ার্ডের বাইরে তার সঙ্গে যেতে বলে। তরুণী গায়ে কম্বল ঢেকে শুয়ে থাকলে ওই স্বাস্থ্যকর্মী কম্বল সরিয়ে তাঁর হাত ধরে টানাটানি করে। তরুণী নার্সদের অভিযোগ জানালে তাঁরা অভিযুক্তকে ধমক দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেন। ২৬ জানুয়ারি মহিলাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে তাঁর মেয়ে পুলিশে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। তার পরেও ব্যবস্থা না নেওয়ায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা এবং স্বাস্থ্যকর্মীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। এ দিন বেলা দেড়টা থেকে বিক্ষোভ অবস্থান চলে প্রায় সন্ধ্যা ৭ টা পর্যন্ত। চাপে পড়ে স্বাস্থ্য দফতর থেকে এ দিন অভিযুক্তকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হলে অবস্থান ওঠে। |