স্বরূপনগরে উদ্ধার ১৬ কেজি হেরোইন
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে সীমান্ত লাগোয়া নবাদকাটি গ্রামের বাসিন্দা সামসুদ্দিন মোল্লার বাড়ি থেকে পাওয়া ৩৫ প্যাকেট সাদা গুঁড়ো আসলে হেরোইন বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশে পাচারের জন্যই তা আনা হয়েছিল তাও জানিয়েছে বিএসএফ। আটক প্রায় সাড়ে ১৬ কিলোগ্রাম ওই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। এত বড় পরিমাণে মাদক এর আগে এই সীমান্তে ধরা পড়েনি। সে দিক থেকে এটিকে একটি বড় সাফল্য বলে দাবি করেছে বিএসএফ। এই ঘটনার পিছনে আন্তর্জাতিক মাদক পাচারের একটি বড় চক্র রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। পুলিশের এক আধিকারিক বলেন, “প্রায় এক ফুট লম্বা ও ইঞ্চিচারেক চওড়া প্যাকেটগুলিতে সাদা গুঁড়োর সঙ্গে অনেকটা চিনির দানার মতো সাদা দানা পাওয়া গিয়েছে। সন্ত্রাসবাদীরা অনেক সময় এই ধরনের সব জিনিসের মধ্যে দিয়ে বিস্ফোরক পাচার করে। সে জন্যই ওই সব দানা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” যে বাড়ি থেকে এগুলি পাওয়া গিয়েছে, সেটি সিল করে দেওয়া হয়েছে। সামসুল ও তার দুই ছেলে পলাতক। বিএসএফের দাবি, বাংলাদেশি ধুর পাচার-সহ নানা অবৈধ কাজের সঙ্গে যুক্ত সামসুদ্দিন ও তার ছেলেরা। বেশ কিছুদিন ধরেই তাদের উপরে নজর রাখা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তার বাড়িতে হানা দেয় বিএসএফ।
|
গোপালনগরে জেসিআই অফিসে ডাকাতিতে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
দিন কয়েক আগে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া (জেসিআই)-র গোপালনগরের ন’হাটা এলাকার অফিসে ডাকাতি এবং সেখানকার এক কর্মীকে খুনের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বনগাঁর কমলাপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে জিয়ারুল মণ্ডল ওরফে জিয়া নামে নামে ওই দুষ্কৃতীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তার বাড়ি চাকদহ থানার রসুল্লাপুর গ্রামে। মঙ্গলবার ধৃতকে বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে আট দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ১৮ জানুয়ারি রাতে ওই অফিসে হামলা চালিয়ে কয়েক হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা দোয়ারিকা সোয়াইন নামে এক অস্থায়ী কর্মীকে কোপায়। পরের দিন সকালে দোয়ারিকাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। দিন তিনেক বাদে তিনি মারা যান।
|
শ্যামগরে ভস্মীভূত পাটের গুদাম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুনে পুড়ে গেল একটি শ্যামনগরের একটি বেসরকারি পাটজাত সামগ্রীর গুদাম। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ হাঁসিয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই গুদামে আগুন লাগে। গুদামের কর্মীরা জানিয়েছেন, রাতে আগুন নেভানোর চেষ্টা হলেও ভোরের দিকে আগুন বাড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলে। ব্যারাকপুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে গুদামে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের। বুধবার বিকেল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
|
সভা ফেরত বাসে হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
বামফ্রন্টের সভা থেকে ফেরার পথে বামকর্মীদের বাস লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বাসন্তীর নির্দেশখালিতে। ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স ময়দানের সভা থেকে ফেরার পথে বাম কর্মীদের উপর এই হামলা হয় বলে অভিযোগ। বাসন্তীর আরএসপি বিধায়ক সুভাষ নস্কর বলেন, “মিছিলে আমাদের জমায়েত দেখে ভয় পেয়ে তৃণমূল আমাদের সমর্থক বোঝাই বাসে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমাদের ৬ জন কর্মী আহত হয়েছেন।” যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।
|
নাবালিকা ধর্ষণে গ্রেফতার যুবক |
নাবালিকা ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে কাকদ্বীপ থানা এলাকা থেকে দিবাকর পাল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতকে বুধবার কাকদ্বীপ আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। রবিবার বিকেলে ওই নাবালিকা খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। |