|
|
|
|
বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার নিয়ে কাজিয়া |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীদের মতবিরোধ প্রকাশ্যে এল।
তমলুক শহরের জেলা আদালত সংলগ্ন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কারের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বুধবার জেলা আদালত চত্বরের একাধিক জায়গায় বার অ্যাসোসিয়েশনের মূল ভবন ভেঙে ফেলার বিরুদ্ধে পোস্টার দেখা যায়। কোনও সংগঠন বা ব্যক্তির নাম পোস্টারে না-থাকলেও এ দিন জেলা আদালতের কিছু আইনজীবী বার অ্যাসোসিয়েশনের পুরনো ভবন ভাঙার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। জেলা আদালতের দুই আইনজীবী রঞ্জন মালাকার, বানীপ্রসাদ ভট্টাচার্য অভিযোগ করেন, ‘‘সংস্কারের নামে বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ প্রাচীন ও নেতাজির স্মৃতি বিজড়িত মূল ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই প্রতিবাদে পোস্টার দেওয়া হয়েছে।” |
|
এই পোস্টার ঘিরেই বিতর্ক। ছবি: পার্থপ্রতিম দাস। |
ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকান্ত পাল বলেন, ‘‘আমি এ দিন আদালতে আসার পর জানতে পারি ভবন সংস্কার নিয়ে কিছু পোস্টার পড়েছে। তবে তাতে কারও নাম নেই। তাই আমরা একে গুরুত্ব দিচ্ছি না।” প্রবীণ আইনজীবী কমলবাবুর দাবি, ‘‘বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনেই এই ভবন সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর অ্যাসোসিয়েশনের মূল ভবন ভাঙার যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। কিছু অংশ সংস্কার হবে।” আইনজীবীদের একাংশ জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে। তারই জেরে যুযুধান গোষ্ঠীরা বিভিন্ন বিষয় তুলে ময়দানে নেমে পড়েছে। |
|
|
|
|
|