|
|
|
|
অসমে পঞ্চায়েত ভোট শান্তিতেই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিক্ষিপ্ত হিংসা, প্রতীক চিহ্নে অদল-বদল ও কয়েকটি বুথে ভোট বাতিলের ঘটনা বাদ দিলে অসমে প্রথম দফার পঞ্চায়েত ভোট শান্তিতেই কাটল। আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটে অবধি। এ দিন উজানি ও মধ্য অসমের আটটি জেলায় ভোট হয়। রাজ্য নির্বাচন কমিশনের তরফে বীরেন দত্ত জানান, ভোট পড়েছে কমবেশি ৬৫ শতাংশ।
এ দিন উন্নয়ন না হওয়ার প্রতিবাদে ভোট বয়কট করেন নামটি এলাকার মানুষজন। ভোট কেন্দ্রে না গিয়ে চাঁদা তুলে এলাকাবাসী বনভোজন করেন। নগাঁও জেলার রূপহী গিয়ারামতিতে কংগ্রেস ও এআইইউডিএফ-এর মধ্যে সংঘর্ষ হয়। ঢকুয়াখানা-মদারগুড়িতে কংগ্রেস ও গণশক্তি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিবসাগরের সোনারি সাফ্রাই এলাকায় কংগ্রেসকে ভোট দিতে চাপ দেওয়া নিয়ে বিবাদে দীর্ঘক্ষণ ভোট বন্ধ থাকে। প্রতীক ভুল হওয়া বা প্রার্থীর নাম ব্যালটে না থাকা নিয়ে রূপহী, খুমটাই, কোনোয়ারমারি, নগাঁও কৌচুং, সুবনসিরি-ঘিলামারা, শিবসাগরের রংপুর গ্রামে ভোট থমকে যায়। মোট ৮২৬৯টি কেন্দ্রের জন্য ১৬ জন পর্যবেক্ষক নিয়োগ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। যে সব কেন্দ্রে ভোট হয়নি বা মাঝপথে থেমে যায়, সেখানে ফের কবে ভোট হবে তা নিয়ে বিশদ রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত নেবে কমিশন। রাজ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার পঞ্চায়েত ভোট হবে ৬ ও ১২ ফেব্রুয়ারি।
অন্য দিকে, পঞ্চায়েত ভোট বাতিল করার দাবি ও রাভা-হাসোং স্বশাসিত পরিষদে নির্বাচন করার দাবিতে আজও রেল অবরোধ হয়। বকো এলাকার নদীয়াপার এলাকায় ট্রেন আটকে দেন অবরোধকারীরা। অবরোধ হঠাতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। তবে কোনও হতাহতের খবর নেই। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। রেল চলাচল শুরু হয়। |
|
|
|
|
|