নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বরাকর স্টেশন রোডে তৈরি হওয়া গর্তে ঠিক মতো জল ও বালির মিশ্রণ দিয়ে ভরাট করা হচ্ছে না, এই অভিযোগে বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার বিকেলে আচমকা স্টেশন রোড বন্ধ করে বিক্ষোভ দেখালে বিপাকে পড়েন পথচলতি মানুষ। প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে। |
গত ১৮ জানুয়ারি ও ২৬ জানুয়ারি পর পর দুবার বরাকর স্টেশন রোডের বেশ কিছুটা অংশে ধসের জেরে গর্ত তৈরি হয়। এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। বরাকরের এই অংশটি ধসপ্রবণ। অথচ এটিই এলাকার অন্যতম জনবহুল বাজার এলাকা। বাসিন্দারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান স্থানীয় প্রশাসনের কাছে। আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরীও ওই গর্তে জল ও বালির মিশ্রণ ভরাট করার জন্য বিসিসিএল কর্তৃপক্ষের কাছে দরবার করেন। তার ভিত্তিতে গত তিনদিন ধরে বিসিসিএল কর্তৃপক্ষ গর্ত ভরাটের কাজ শুরু করেছে। কিন্তু বুধবার এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ঠিক করে ভরাট করা হচ্ছে না। বালির পরিবর্তে ওই গর্তে জল কাদা দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। বাসিন্দারা জানান, প্রথম দিন থেকেই বিষয়টি তাঁরা বিসিসিএল কর্তৃপক্ষের নজরে এনেছেন। কিন্তু কোনও প্রতিকার হয়নি।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিসিসিএল কর্তৃপক্ষ। সংস্থার চাঁচ ভিক্টোরিয়া এরিয়ার জিএম তারাশিস মণ্ডল বলেন, “আমরা সঠিক পদ্ধতি ও নিয়ম মেনেই জল, বালির মিশ্রণ দিয়ে গর্ত ভরাট করছি।” তাঁর বক্তব্য, এলাকার বাসিন্দারা কারিগরি বিষয়টি জানেন না। তাই বুঝতে পারছেন না। পদ্ধতি অনুযায়ী ধীরে ধীরে গর্ত ভরাটের কাজটি চালিয়ে যাওয়া হবে। |