টুকরো খবর
তরুণী ‘ধর্ষিত’, গ্রেফতার মা ও ছয় যুবক
অর্থের লোভে নিজের বিবাহিত মেয়েকে বেঁহুশ করে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ মা ও ছয় যুবককে গ্রেফতার করেছে। তারা আপাতত জেল হাজতে। এক যুবক পলাতক। পুলিশ জানায়, দুর্গাপুরের পলাশডিহায় একটি বাড়ি ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকেন বছর বত্রিশের ওই তরুণী। বাপের বাড়ি পাশের পাড়ায়। বাবা অসুস্থ। মা একটি চপের দোকান চালান। সিটি সেন্টারে ফাস্ট ফুডের গুমটি চালান তরুণীর স্বামী। অসুস্থ বাবাকে দেখতে মাঝে-মধ্যে বিকেলে বাপের বাড়িতে যেতেন তরুণী। তাঁর অভিযোগ, মা তাঁকে চা দিতেন। তা খেয়েই তিনি ঘুমিয়ে পড়তেন। ঘুমন্ত অবস্থায় তাঁকে ধর্ষণ করা হত বলে তাঁর সন্দেহ। কিন্তু মাকে বললে তিনি হেসে উড়িয়ে দিতেন। বাধ্য হয়ে তিনি মায়ের বাড়ি যাওয়া বন্ধ করেন। কিন্তু এলাকার কিছু যুবক তাঁকে সেখানে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এতেই তাঁর সন্দেহ হয়, ওই যুবকেরা অপকর্মে জড়িত। গত শনিবার আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদবের কাছে তাঁর মা ও সাত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে তাঁর মাকে আটক করে জেরা করে পুলিশ। কথাবার্তায় নানা অসঙ্গতি মেলায় পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ৬ যুবকও ধরা পড়ে। কিন্তু এক জন পালিয়েছে। এডিসিপি (পূর্ব) জানান, তরুণী ও অভিযুক্ত ছয় যুবকের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। দ্রুত ফল জানা যাবে। মঙ্গলবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক সাত ধৃতকে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠিয়েছেন।

কুয়োয় মিলল বৃদ্ধার দেহ
কুয়ো থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। অন্ডাল গ্রামে বুধবার ভোরে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতার নাম কল্যাণী মুখোপাধ্যায় (৭৫)। তাঁর ছেলে স্বপন মুখোপাধ্যায় পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, তিনি মঙ্গলবার রাতে কাজে গিয়েছিলেন। বুধবার ভোরে বাড়ি এসে দেখেন তাঁর মায়ের শোওয়ার ঘরের দরজা খোলা। সেখানে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, কুয়োর ভিতরে তাঁর মা পড়ে রয়েছেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন দু’টি মোবাইল এবং কিছু টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এর পর প্রতিবেশীদের ডেকে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের বাসিন্দা অন্ডাল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুধীন পাণ্ডে বলেন, “ঘটনাটি রহস্যজনক। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে বলেছি পুলিশকে।”

মজুরির দাবি ঠিকা শ্রমিকদের
সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারিতে ঠিকা শ্রমিকদের ধর্মঘট তিন দিন পেরোল বুধবার। তাঁদের দাবি, সরকার নূন্যতম মজুরি ১৮০ টাকা ঠিক করে দিলেও কার্যত তাঁরা ১২০ টাকার বেশি পাচ্ছেন না। উত্‌পাদন এবং পরিবহন এক ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ দেখালে২৫০ জন ঠিকা শ্রমিক। মহম্মদ ওয়াহিদ নামে এক ঠিকা শ্রমিক সোমবার পাণ্ডবেশ্বর থানায় লিখিতভাবে জানান, আন্দোলনে যুক্ত থাকায় বিনয় মিশ্র নামে এক ঠিকাদার তাঁকে মারধর করেছেন। বিনয়বাবুও ওই দিন পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগে দাবি করেন, জনা কয়েক ঠিকা কর্মী তাঁকে বিনা প্ররোচনায় মারধর করেছে। কোলিয়ারি কর্তৃপক্ষ বলেন, “আমাদের কিছু করার নেই। ওটা ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের ব্যপার।” ঠিকাদার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।

বিদ্যালয়ের শতবর্ষ
মাড়োয়ারি সনাতন বিদ্যালয়ের দু’দিনের শতবর্ষ পূর্তি উত্‌সব শেষ হল মঙ্গলবার। প্রধান শিক্ষক রামনরেশ মিশ্র জানান, এখন জেলায় সব থেকে বড় হিন্দি মাধ্যম বিদ্যালয় এটি। সোমবার প্রদীপ জ্বালিয়ে উত্‌সবের সূচনা করেন রামহরি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নিরন্তনানন্দ। প্রথম দিন ছাত্রেরা দূষণ নিয়ে একটি নাটক মঞ্চস্থ করেন। দ্বিতীয় দিন বিদ্যালয়ে শিক্ষার অধোগতি নিয়ে একটি আলোচনাচক্রে বক্তৃতা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভবনের শিক্ষক সুভাষচন্দ্র রায়, টিডিবি কলেজের হিন্দি বিভাগের প্রাক্তন প্রধান ডি পি বার্নোয়াল ও কলেজের অধ্যক্ষ দীপঙ্কর হাজরা প্রমুখ।

বারাবনিতে উত্‌সব
পশ্চিম রাঙামাটিয়া সাংস্কৃতিক চক্র আয়োজিত দু’দিনের শিশু সাংস্কৃতিক উত্‌সব শেষ হল বুধবার। গত দু’দিনই ছিল বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন হেপাটাইটিস বি নিয়ে আলোচনা করেন চিকিত্‌সকেরা। শিশুদের জন্য চোখ পরীক্ষা শিবিরও হয়। আয়োজকদের পক্ষে সত্যব্রত ঘোষ জানান, এই উত্‌সব ছয় বত্‌সর অতিক্রান্ত হল।

বাড়ছে মিনিবাসের ভাড়া
মিনিবাসের ভাড়া বাড়ছে ১ ফেব্রুযারি থেকে। আসানসোল ও দুর্গাপুর মহকুমায় মিনিবাসের ভাড়া প্রথম পর্যায়ে বাড়ছে এক টাকা। আসানসোল মহকুমার মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানান, প্রথম ৪ কিলোমিটার অবধি ভাড়া ছিল পাঁচ টাকা। তা বেড়ে হবে ছয় টাকা। এরপর প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে পাঁচ পয়সা করে। তিনি জানান, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তাঁরা শেষ বার ভাড়া বাড়িয়েছিলেন। কিন্তু এই পাঁচ বছরে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা ৪৩ পয়সা করে বেড়ছে। তার জেরে দৈনিক মিনি বাসে ডিজেল বাবদ খরচ বেড়েছে ৭৫০ টাকা।

জিতল বিবেকানন্দ
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে বুধবারের খেলায় জিতল ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তারা ১০৮ রানে এএসপিএসএকে হারায়। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ৮ উইকেটে ২১৪ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ১০৬ রান করে এএসপিএসএ।

হারল রনাই
ধান্ডাডিহি নবারুণ সঙ্ঘের ক্রিকেটে জিতল বক্তারনগর সিএ। তারা রনাই এসসিকে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে বক্তারনগর ৯ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। জবাবে রনাইয়ের ইনিংস ১২০ রানে শেষ হয়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.