টুকরো খবর |
তছরুপের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
লোকসভার সাংসদ নৃপেন রায়ের পর এবার রাজ্যসভা সাংসদ তারিণী রায়ের এলাকা উন্নয়ন তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগ উঠল। ২০১১-১২ ও ২০১২-১৩ বছরে তাঁর অনুমোদন ছাড়া ৩৪টি প্রকল্পে ৪ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার সাংসদ তথা কোচবিহার জেলা সিপিএম সম্পাদক তারিণীবাবু। জানুয়ারিতেই লোকসভা সাংসদ ফরওয়ার্ড ব্লকের নেতা নৃপেন রায়ের এলাকা উন্নয়ন তহবিলের ১ কোটি টাকা একাধিক অফিসারের সই জাল করে নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় জেলাশাসকের দফতরের আপার ডিভিসন ক্লার্ক প্রদীপ চক্রবর্তীর নামে অভিযোগ করেন জেলাশাসক মোহন গাঁধী। তিনি এত দিন পালিয়ে ছিলেন। মঙ্গলবার রাতে মেখলিগঞ্জের জামালদহ এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ওই ঘটনার তদন্তে নেমে প্রশাসনের কর্তারা সাংসদ তারিণী রায়ের কাছে কোন কোন প্রকল্প তিনি অনুমোদন করেন, তার তালিকা চান।
|
হাতে-কলমে হয়নি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক বছর আগে বিজ্ঞান স্নাতকোত্তর চালু হয়েছে। কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি তৈরির কাজ আজও শেষ হয়নি। জুলাই-অগস্টে প্রথম সেমিস্টার পরীক্ষার পরেও ল্যবরেটরির অভাবে ফিজিক্স, জুলজি, কেমেস্ট্রি, বোটানি ও কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা না হওয়ায় রেজাল্ট বার হচ্ছে না বলে অভিযোগ। এদিকে, প্রথম সেমিস্টারের রেজাল্ট বার না হতেই মঙ্গলবার থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস এ দিন বলেন, “ল্যাবরেটরি না থাকার জন্য বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর কোর্সের কিছু বিষয়ে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ করা যায়নি। কয়েক দিনের মধ্যে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ করা হবে।” আর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, “ছাত্রছাত্রীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য ল্যাবরেটরি তৈরি করার কাজ দ্রুত শেষ করার দিকে জোর দেওয়া হয়েছে।”
|
গ্রেফতার নেতা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
উত্তরবঙ্গ উৎসব মঞ্চের সামনে কালো পতাকা নিয়ে ঢুকে উৎসবের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে গ্রেফতার হলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়, সংগঠনের জেলা সভাপতি সৌরভ প্রসাদ-সহ ৫ জন। |
|