|
|
|
|
গোর্খাল্যান্ড নিয়ে এখনই
সুর চড়াচ্ছে না বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে দেখা করলেও ২০১৪-র লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোর্খাল্যান্ড প্রশ্নে ‘ধীরে চলো’-র কৌশলই নিলেন লালকৃষ্ণ আডবাণীরা। আগামী লোকসভা নির্বাচনে এনডিএ-র বিস্তারের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই চটাতে নারাজ বিজেপি। সে কারণেই মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করলেও গোর্খাল্যান্ড নিয়ে এ দিন খুব বেশি সরব হননি আডবাণী।
যন্তর-মন্তরে গত কাল ধর্নায় বসার পর আজ আডবাণীর সঙ্গে দেখা করেন মোর্চা নেতৃত্ব। মোর্চা নেতারা দাবি করেন, গোর্খাল্যান্ড প্রশ্নে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের আন্দোলন সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ রিপোর্টও আডবাণী চেয়েছেন বলে মোর্চা নেতারা জানান। মোর্চা নেতা রোশন গিরি বলেন, “রিপোর্ট পাওয়ার পরে আডবাণী বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।” পাহাড়ে সন্ধির পথে হাঁটলেও দিল্লিতে লড়াই চালু রাখছেন গোর্খা নেতৃত্ব। নিরাপত্তার কারণে আজ যন্তর-মন্তরে ধর্না করার অনুমতি না পেলেও কাল ফের সেখানে বসতে চলেছেন গোর্খা নেতারা। মোর্চা নেতাদের বক্তব্য, বিজেপি নীতিগত ভাবে ছোট রাজ্যের পক্ষে। তেলেঙ্গানা প্রশ্নেও প্রথম থেকেই বিজেপি সরব। রোশনের কথায়, “বিজেপি গত লোকসভা ভোটের নির্বাচনী ইস্তেহারে তেলেঙ্গানার ধাঁচে গোর্খাল্যান্ড গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সেই বিষয়টি বিজেপি শীর্ষ নেতৃত্বের সামনে তুলে ধরেছিলাম।”
বিজেপি পৃথক তেলেঙ্গানার পক্ষে সরব হলেও গোর্খাল্যান্ড নিয়ে এখনই মন্তব্য করতে চাইছে না দল। বিশেষজ্ঞদের মতে, মমতা আগাগোড়াই বাংলা ভাগের বিরুদ্ধে সরব। বিজেপি আবার আসন্ন লোকসভা নির্বাচনে মমতার সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী। এই অবস্থায় মোর্চার দাবিতে সুর মিলিয়ে কোনও ভাবেই তৃণমূল নেত্রীকে অসন্তুষ্ট করতে চাইছে না বিজেপি। তাই দল তেলেঙ্গানার সমর্থনে সরব হলেও গোর্খাল্যান্ড প্রশ্নে এখনই সুর চড়াতে নারাজ বিজেপি। |
|
|
|
|
|