নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাটি উৎসবের জন্য মুম্বইয়ে শিল্প-সম্মেলন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সেই মাটি উৎসবই পিছিয়ে যেতে বসেছে! উৎসবের জায়গা নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছে বলে মহাকরণ সূত্রের খবর।
সম্প্রতি মাটি উৎসব করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের পানাগড়ে ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি উৎসবের দিন ঠিক করা হয়েছে। প্রস্তুতিও চলছে। কিন্তু মঙ্গলবার মহাকরণে উচ্চ পর্যায়ের এক বৈঠকে মাটি উৎসবের দিন পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কৃষিমন্ত্রী মলয় ঘটক, জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, কুটির ও ক্ষুদ্রশিল্প দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যসচিব সঞ্জয় মিত্র-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবেরা এ দিনের বৈঠকে ছিলেন।
পরে এক প্রতিনিধি জানান, মাটি উৎসবে সরকারের বিভিন্ন দফতরের স্টল থাকবে। সেই সব স্টল ও অন্যান্য সামগ্রী কলকাতা থেকে নিয়ে যেতে হবে পানাগড়ে। তার জন্য সময় দরকার। কিন্তু হাতে যে-সময় আছে, তার মধ্যে স্টল তৈরি, সাজানো-সহ সব ব্যবস্থা করা যে বেশ কঠিন কাজ বলে বৈঠকে মন্তব্য করেন অনেকেই। এই অবস্থায় উৎসব শুরুর দিন কিছুটা পিছিয়ে দিলে সুবিধা হবে বলে মনে করছেন অফিসারেরা। তবে সবই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপরে। তিনি দার্জিলিং থেকে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উৎসবের সূচনার মতো জায়গা পরিবর্তনেরও সম্ভাবনা প্রবল। আগে ঠিক ছিল, পানাগড়ে শিল্প দফতরের ফাঁকা জমিতে মাটি উৎসব হবে। এ দিনের বৈঠকের আলোচনায় জানা যায়, সেটি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে। সেখানে ফাঁকা জায়গাও কম। ওই জমির লাগোয়া এলাকায় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা নেই। তাই একটি বিকল্প জায়গা দেখা হয়েছে। সেটা পানাগড় শহরের কাছাকাছি।
পঞ্চায়েতমন্ত্রী সুব্রতবাবু বলেন, “এ দিনের বৈঠকে মাটি উৎসব নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ফিরলে সব চূড়ান্ত হবে।” |