এ বার ট্রেন-প্ল্যাটফর্ম নোংরা করলেই জরিমানা |
ট্রেন ও প্ল্যাটফর্ম অপরিচ্ছন্ন করা রুখতে এ বার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। সোমবার আদ্রায় এসে এ কথা জানান, দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে বর্মা। সাংবাদিকদের তিনি বলেন “ট্রেন ও প্লাটফর্মে কিছু যাত্রী আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে তোলেন। তা আটকাতে সচেতনতার প্রচার করেও লাভ হচ্ছে না। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ট্রেন বা প্ল্যাটফর্ম নোংরা করতে দেখা গেলেই ৫০০ টাকা জরিমানা করা হবে।” একই সঙ্গে অপরিচ্ছন্নতা বন্ধ করতে তাঁরা প্রচারে আরও জোর দেবেন বলে জানিয়েছেন জিএম। আদ্রা ডিভিশনে বার্ষিক পরিদর্শনে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল-সহ রেলের পদস্থ কর্তারা। আদ্রায় রেলের বিভাগীয় সদর হাসপাতালের নতুন বর্হিবিভাগের উদ্বোধন করেন তিনি। আগে কোটশিলা, ভোজুডি, বোকারো স্টেশন পরিদর্শন করেন জিএম। আদ্রায় জিএম জানিয়েছেন, নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই রাজ্যে দক্ষিণ-পূর্ব রেলের দু’টি ডিভিশনে রাতে ট্রেন বন্ধ ছিল। এক বছর আগে রাতের ট্রেন চালানো শুরু করা হলেও ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেঁধে রাখা হয়েছিল। রবিবার থেকে সেই নিয়ন্ত্রণ উঠিয়ে ঘন্টায় ১১০ কিলোমিটার করা হয়েছে।
|
থানায় স্বামীর আত্মসমর্পণ |
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
থানায় গিয়ে স্ত্রীকে খুন করার কথা কবুল করে আত্মসমর্পণ করলেন স্বামী। মঙ্গলবার বান্দোয়ান থানায় গিয়ে খড়কাদহ গ্রামের গুরুচরণ মুর্মু পুলিশের কাছে জানান, সাংসারিক গোলমালে মাথা গরম করে তিনি স্ত্রী’র মাথায় বাঁশের বারি মেরে খুন করেছেন। এরপর পুলিশ গিয়ে বিকেলে গুরুচরণবাবুর বাড়ি থেকে স্ত্রী শ্রীমতি মুর্মু-র (২৮) দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পরে গুরুচরণকে গ্রেফতার করা হয়। এ দিন দুপুরে গুরুচরণের কথা শুনে থানার পুলিশকর্মীরা খাবড়ে যান। পুলিশ কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর নিশ্চিত হন। পুলিশের দাবি জেরায় গুরুচরণ তাঁদের কাছে স্বীকার করেছেন, সোমবার রাতে রান্নার জন্য কাঠ ভেজা থাকায় শ্রীমতি রান্না করতে পারেননি। এই নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর বচসা বাধে। গুরুচরণ তখন হাতের সামনে থাকা একটা বাঁশ উঠিয়ে স্ত্রীর মাথায় মারেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই বাড়ি ছাড়েন গুরুচরণ। ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে এ দিন দুপুরে তিনি থানায় পৌঁছন। পুলিশ জানিয়েছে, ওই এলাকা প্রত্যন্ত হওয়ায় ফোনেও কেউ খুনের খবর দেননি। ওই দম্পতির বছর দশেক আগে বিয়ে হয়েছিল। তাঁদের দু’টি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
|
ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম বাবুলাল মাহাতো (৬৫)। বাড়ি বোরো থানার আগুইবিল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বাবুলালবাবু বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময়, পিছন থেকে ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। |