জঙ্গল থেকে সন্দেহজনক পাউডার, জলপাই রঙের পোশাক, ডায়েরি ও মাওবাদী পুস্তিকা-সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করার দাবি করল পুরুলিয়া জেলা পুলিশ। সিআইএফ ও বাঘমুণ্ডি থানার পুলিশ সোমবার বিকেলে অযোধ্যাপাহাড় লাগোয়া বাঘমুণ্ডি থানার জিলিংসেরেং গ্রামের অদূরে পাথরের খাঁজে এই জিনিসগুলি উদ্ধার করে। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ডায়েরি ও পুস্তিকার অনেকখানি উইপোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। তবে এই জিনিসগুলি মাওবাদীদের বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুহার মত আকৃতির ওই খাঁজে ঝোপের মধ্যে পুরুষ ও মহিলার জলপাই রঙের ও সাধারণ কয়েকটি পোশাক লুকিয়ে রাখা ছিল। সেখানেই একটি প্লাস্টিকের পাত্রে কালো রঙের বেশ কিছু পরিমাণ পাউডার, দু’টি ছোট লোহার পাইপের টুকরো, দু’টি ডায়েরি, কিছু মাওবাদী পুস্তিকা, প্রচারপত্র, কলম, লাল কালি মিলেছে। জঙ্গল ঘেরা এই পাহাড়ি এলাকায় স্থানীয় কিছু গ্রামের লোকজন ছাড়া অন্য লোক বড় যাতায়াত করেন না। কয়েক বছর আগে যখন বাঘমুণ্ডিতে মাওবাদী স্কোয়াড সক্রিয় ছিল, ওই জিনিসপত্র সেই সময়কার নাকি পরে আনা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ সুপার জানিয়েছেন, দু’টি ছোট লোহার পাইপের টুকরো ও প্রায় পাঁচ কিলোগ্রাম কালো পাউডার মিলেছে। পাউডারটি বিস্ফোরক কি না তা পরীক্ষা করা হচ্ছে। ল্যান্ডমাইন তৈরির কাজে ওই জিনিসগুলি ব্যবহারের উদ্দেশ্য ছিল কি না তাও দেখা হচ্ছে। |