স্বরূপনগরে রহস্যজনক পাউডার উদ্ধার |
সাদা পাউডার উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল স্বরূপনগর সীমান্তে। ওই পাউডার বিষ্ফোরক নাকি মাদক তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বিএসএফের গোয়েন্দা দফতরের একটি দল সীমান্তবর্তী নবাদকাটি গ্রামে স্থানীয় সামসুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি চালায়। তখন তাঁর বাড়ির সিঁড়ির নীচে একটি চৌকির তলা থেকে উদ্ধার করা হয় কিছু বড় কালো প্যাকেট। সামসুদ্দিন মোল্লা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলাকে আটক করা হয়েছে। পেশায় রাজমিস্ত্রি সামসুদ্দিন মোল্লা সীমান্তে পাচার সহ নানান অবৈধ কাজে জড়িত বলে দাবি পুলিশের। মঙ্গলবার বিকালে ৩০-৪০ জন বিএসএফ জওয়ান সামসুদ্দিন মোল্লার বাড়িতে যায়। তখন গ্রামবাসীরা ভেবেছিলেন সোমবার রাতে স্বরূপনগর সীমান্তে বিএসএফের গুলিচালনায় ঘটনায় সামসুদ্দিনকে ধরতে এসেছে পুলিশ। পরে জানা যায় প্রকৃত ঘটনা। বিএসএফ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই সামসুদ্দিন মোল্লা ও তাঁর দুই ছেলের সঙ্গে কয়েকজন বাংলাদেশিকে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা গিয়েছিল। এ দিন বিএসএফের গোয়েন্দারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে রাত পর্যন্ত সামসুদ্দিনের বাড়ি তল্লাশি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যেপাধ্যায়। উদ্ধার হওয়া সাদা পাউডার কোনও উন্নতমানের বিষ্ফোরক নাকি হেরোইন-রাত পর্যন্ত তা জানা যায়নি। পুলিশ অবশ্য কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। আজ, বুধবার এক বিশেষজ্ঞ দল স্বরূপনগরে যাচ্ছে।
|
গ্রামবাসীদের হাতে ঘেরাও হলেন বিদ্যুৎকর্মীরা। ঘটনাটি ঘটেছে রায়দিঘীর দক্ষিণ জয়কৃষ্ণপুর খাঁয়েরঘেরী গ্রামে।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই গ্রামে লো-ভোল্টেজ সমস্যা চলছে। মঙ্গলবার দুপুরে মথুরাপুর বিদ্যুৎ দফতরের কর্মীরা ওই গ্রামে গেলে ক্ষুদ্ধ গ্রামবাসীরা তাঁদের ঘেরাও করে রাখেন। পরে সমস্যা সমাধানের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর প্রায় ৯ ঘন্টা পর তাঁরা মুক্তি পান। বিক্ষোভকারীদের পক্ষে ভগীরথ মণ্ডলের অভিযোগ, “বিদ্যুৎ দফতরের গাফিলতিতে ছেলে মেয়েরা পড়াশুনা করতে পারছে না। তাই বিক্ষোভ দেখিয়েছি।” মথুরাপুর বিদ্যুৎ দফতরের সহকারী বাস্তুকার মাণিক ব্যাপারী বলেন, “ওই এলাকায় শ্যালো পাম্প বিনা অনুমতিতেই বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছে। সেই কারণেই এই সমস্যা।”
|
এলাকার ন’টি স্কুলের দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ব্যাকরণ বই এবং সহায়িকা তুলে দিল বাদুড়িয়ার একটি সংগঠন। রবিবার বাদুড়িয়া পুরসভার কমিউনিটি হলে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের পক্ষে তুষার সিংহ জানান, চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার ছাত্রছাত্রীর হাতে ওই সব বই তুলে দেওয়া হয়েছে। |