টুকরো খবর
কলেজ ভোট নিয়ে জঙ্গিপুরে সতর্ক প্রশাসন
দিন কয়েক আগেই মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও এসএফআই-এর বিরোধে উত্তাল হয়েছিল জঙ্গিপুর কলেজ। এখনও কলেজ চত্বরে রয়েছে রয়েছে চাপা উত্তেজনা। তারই মধ্যে বুধবার, ৩০ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন। ভোটের আগে প্রশাসন বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা অব্দি কলেজ চত্বরের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জয়ী সংগঠনের বিজয় মিছিল করার উপরও জারি করা হয়েছে নিষেধাঞ্জা। কলেজে ঢোকার ৪টি মূল রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভোটের দিন এই ৪টি পয়েন্টে থাকবে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত। জঙ্গিপুরের এসডিপিও ওয়াঙদেন ভুটিয়া বলেন, “গণ্ডগোল ঠেকাতে পুলিশ সমস্ত সতর্কতামূলক পদক্ষেপ করেছে। কলেজে চত্বরে জারি থাকবে ১৪৪ ধারা। ৪টি নির্দিষ্ট রাস্তা দিয়ে পড়ুয়ারা তাঁদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।” কলেজের অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল বলেন, “ভোট গ্রহনের জন্য ১৩টি বুথ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে করে পরিচয়পত্র আনতে হবে। প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষ তা দেখতে পারেন।” এলাকার কংগ্রেস বিধায়ক আখতারুজ্জামান অবশ্য বলেন, “ছাত্র পরিষদ সমর্থকদের কোনওরকম প্ররোচনায় পা দিতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করা হবে।” অন্য দিকে এসএফআই-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশিস রায় বলেন, “অবাধ নির্বাচন হলে আমাদের জয় নিশ্চিত। তবে অনেক জায়গায় ভোটের দিন কলেজে না আসার জন্য আমাদের সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ে বিধায়কেরা
মশলা আনতে হয় ভিন রাজ্য থেকে। ভালো জাতের বীজ চাষিদের হাতে তুলে দেওয়া যায় না। মঙ্গলবার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে কৃষি ও মৎস্য বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের এমনই কথা শুনতে হল কৃষি বিজ্ঞানীদের মুখ থেকে। কমিটির চেয়ারম্যান বনমালী হাজরার নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। তাঁরা মন্ডৌরী ফার্ম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কথা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। উপাচার্য চিত্তরঞ্জন কোলে বলেন, “কৃষকদের উন্নতির লক্ষে গবেষনা, পরীক্ষা-নিরিক্ষা চলছে। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা জানিয়েছি কমিটির সদস্যদের। তবে ওই দলটি পরিদর্শন করতে আসায় আমাদের উপকার হয়েছে।” তবে পরিদর্শক দলের সমস্ত সদস্যই বিশ্ববিদ্যালয়ের কাজে সন্তুষ্ট হতে পারেননি। কমিটির সদস্য, সিপিএম বিধায়ক সাজাহান চৌধুরী বলেন, “বড় জোতের চাষিদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কাজ করছে। সাধারণ কৃষকদের জন্য কিছু ভাবা হচ্ছে না।”

দুর্ঘটনায় মৃত দু’জন
আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। নাম আনারুল হক। বাড়ি সুতির হরিপুরে। ওই ঘটনায় জখম এক ব্যক্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, মঙ্গলবার সামশেরগঞ্জের ধুলিয়ান-পাকুড় রাজ্য সড়কের উপর বালিবোঝাই ওই ট্রাক্টরের ধাক্কায় এই বিপত্তি। চালক পলাতক। অন্য দিকে, এ দিন সকালে সুতির লক্ষ্মীপুর গ্রামের কাছে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। নাম তস্তর শেখ (৬৮)। বাড়ি মদনা এলাকায়। পুলিশ জানায়, ব্যাঙ্কে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধের।

জখম দুই কনস্টেবল
‘ফায়ারিং’ অনুশীলন চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগরের চাঁদমারিতে জখম হয়েছেন জিআরপি-র দুই কনস্টেবল। আহত বহরমপুর জিআরপি থানার অর্ণব শিকদার ও শিয়ালদহে এমারজেন্সি রিজার্ভ ফোর্সে কর্মরত পুষ্পেন্দু চৌকিদার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। শিয়ালদহের এসআরপি উৎপল নস্কর বলেন, “রাইফেলের বেয়নেটের লকার খুলে যেতেই এই বিপত্তি।”

নাবালিকা বিয়ে, ধৃত
নাবালিকাকে অপহরণ করে জোর করে বিয়ের অভিযোগে বিষ্ণু বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি হাঁসখালির পায়রাডাঙায়। পুলিশ জানায়, দিন কয়েক আগে বর্ধমানের কেতুগ্রামের ওই নাবালিকা পায়রাডাঙায় মামার বাড়িতে এসেছিল। তখন বিষ্ণু তাঁকে অপহরণ করে বিয়ে করে বলে অভিযোগ। পুলিশ ওই যুবককে ধরেছে। উদ্ধার হয়েছে ওই কিশোরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.