সংস্কৃতি যেখানে যেমন
নাট্যোৎসব
সপ্তাহ দু’য়েক আগেই শেষ হয়েছে স্থানীয় ‘নাট্য অঙ্গন’ আয়োজিত পাঁচ দিনের ‘কমেডি কার্নিভাল’। তার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রনানি নাট্যগোষ্ঠীর চার দিনের নাট্যোৎসব। সংস্থার কর্নধার নারায়ণ মণ্ডল বলেন, “নতুন করে নাট্যদল তৈরি করা বেশ কঠিন কাজ। নাটকের ভবিষ্যৎ নেই এই ভাবনা থেকে নতুন ছেলেমেয়েরা দলে যোগ দিচ্ছে না। কিন্তু নাটক দেখতে দর্শকেরা আসছেন।” থাকছে তার মধ্যে ‘সদর দরজা’ ও ‘চরকি’ নাটক দু’টি তাদের প্রযোজনা। এ ছাড়া থাকছে প্রেক্ষাপট গোষ্ঠীর উপস্থাপনা ‘কানামামা’, কলকাতার নাট্যোগোষ্ঠী মিউন্যাস উপস্থাপন করবে ‘লজ্জা’ ও ‘স্বার্থপর’।

আইনি সুরক্ষা
গত শনিবার বহরমপুর গার্লস কলেজের প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠানে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত আইনি সহায়তা নিয়ে আলোচনা করেন মুর্শিদাবাদ জেলা বিচারক শ্যামল গুপ্ত ও সিকিম হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক মলয় সেনগুপ্ত। সব শেষে ছিল শ্রুতিনাটক ‘শেষের কবিতার শেষপর্ব’।

তিলোত্তমা পুরস্কৃত
‘রফিকুল ইসলাম স্মৃতি খোঁজ পুরস্কার’ পেলেন তিলোত্তমা মজুমদারকে। ২৩ জানুয়ারি লালগোলা এনএন পাবলিক লাইব্রেরি মাঠে এক অনুষ্ঠানে তাঁর ‘রাজপাট’ উপন্যাসের জন্য ওই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে তিলোত্তমার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। ওই অনুষ্ঠানেই প্রকাশিত হয় নীহারুল ইসলাম সম্পাদিত পত্রিকার জানুয়ারি সংখ্যা।

নেতাজী জন্মজয়ন্তী
নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে বেলডাঙা নেতাজী পার্কের উদ্যোগে সাত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল মঙ্গলবার। অনুষ্ঠানে নাটক, শাস্ত্রীয় সঙ্গীত, তবলা-লহরা, কথক, নৃত্যনাট্য ও লোক সঙ্গীতের আসর বসে। ছিল কৃষি ও হস্তশিল্প প্রদর্শনীও।

ক্যুইজ প্রতিযোগিতা
বহরমপুর রবীন্দ্রসদনে ২৬ জানুয়ারি হল রাজ্য স্তরের ‘ক্যুইজ’। পাঁচগ্রামের ‘বাদশাহি ক্যুইজ ক্লাব’ পরিচালিত ওই প্রতিযোগিতায় আট জেলার ৩৯০ জন যোগ দেন।

দু’টি বই প্রকাশ
২৩ জানুয়রি ‘ছাপাখানার গলি’ সাহিত্য গোষ্ঠীর দ্বাদশ মাসিক পাঠচক্রের অনুষ্ঠানে প্রকাশিত হল দু’টি বই প্রকাশ দাস বিশ্বাসের লেখা ‘রবীন্দ্রনাথ ও মুর্শিদাবাদ’। মুর্শিদাবাদের ভূমিপুত্র বৈকুণ্ঠনাথ সেন, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদী-সহ ৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্ম্পক নিয়ে আটটি প্রবন্ধ রয়েছে ওই সংকলনে। দ্বিতীয় সংকলনটি আবুল হাসনাতের লেখা ‘ইতস্তত’।

সংস্থার বর্ষপূর্তিতে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে সংবর্ধনা
দেওয়া হল এলাকার ১৪ জন প্রবীণ নাট্যকর্মীকে। নিজস্ব চিত্র।


কৃষ্ণনগর সংস্কৃতি মেলায়
আলোকচিত্র প্রদর্শনী

প্রজাতন্ত্র দিবসে বহরমপুর ব্যারাক
স্কোয়ার ময়দানে অনুষ্ঠান।

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.