|
|
|
|
আরাতাকে নিয়ে বিতর্ক |
ভারতীয় দলে প্রথম ‘বিদেশি’ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উইম কোভারম্যান্সের অভিনব এবং নজিরবিহীন সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হল ভারতীয় ফুটবলে।
ভারতের ফুটবল ইতিহাসে প্রথম বার জাতীয় দলে ঢুকলেন এক ‘বিদেশি’ ফুটবলার আরাতা আজুমি। জাপানের এই ফুটবলার ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন সম্প্রতি। মঙ্গলবার প্রদর্শনী ম্যাচের জন্য জাতীয় কোচ যে দল ঘোষণা করেছেন তাতে রয়েছে আরাতার নাম। আর যা শুনে ভারতের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো প্রচণ্ড ক্ষুব্ধ। বলে দিলেন, “ও এমন কী খেলেছে যে জাতীয় দলে সুযোগ পাবে। বিদেশি বলেই কি ওকে সুযোগ দেওয়া হয়েছে?” ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া অবশ্য আরাতাকে দলে নেওয়ার ব্যাপারে নতুন কিছু দেখছেন না। বলেন, “ওর ভারতীয় নাগরিকত্ব আছে। দলে ঢুকতেই পারে।”
৬ ফেব্রুয়ারি কোচিতে ফিফা অনুমোদিত প্রদর্শনী ম্যাচে প্যালেস্তাইনের মুখোমুখি হবে কোভারম্যান্সের ভারত। এই ম্যাচের জন্য ২৩ জনের দল বাছা হয়েছে।
আরাতা ছাড়াও চমক রয়েছে দলে। প্রায় সাত বছর বাদে জাতীয় দলে ফিরেছেন চার্চিলের গোলকিপার সন্দীপ নন্দী। ২০০৬-এর এশিয়ান গেমসে শেষ বার ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এ ছাড়াও দলে রয়েছেন লালকমল ভৌমিক, রহিম নবি, নির্মল ছেত্রী, জুয়েল রাজা, মেহতাব হোসেন।
|
ভাইচুং ভুটিয়া: যার কাছে ভারতের পাসপোর্ট থাকবে সেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। এটা তো স্বাভাবিক বিষয়। আরাতা এখন ভারতের নাগরিক। আর ওর খেলা কোভারম্যানসের পছন্দ হয়েছে তাই ওকে জাতীয় দলে সুযোগ দিয়েছে। |
আর্মান্দো কোলাসো: কীসের ভিত্তিতে ওকে দলে নেওয়া হয়েছে জানি না। ভারতীয় নাগরিকত্ব আছে বলেই যে জাতীয় দলে সুযোগ দিতে হবে এমন কোনও কথা নেই। ওর এমন কী পারফরম্যান্স রয়েছে। বিদেশি তকমা রয়েছে বলেই কি দলে রাখতে হবে? |
সুব্রত ভট্টাচার্য: জাতীয় দলে এ রকম ‘বিদেশি’ অনেক দেশেই থাকে। এটা খুব ভাল। পৃথিবীর সব জায়গাতেই এটা হয়ে থাকে। আর আরাতা তো ভাল ফুটবলার। ওকে দলে রাখাটা সঠিক সিদ্ধান্ত। এতে ভারত উপকৃত হবে। |
|
|
|
|
|
|