টুকরো খবর |
এফ এ-র কোপে পড়লেন ফার্গুসন |
সংবাদসংস্থা • লন্ডন |
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগেই ফের বিতর্কে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ স্যর অ্যালেক্স ফার্গুসন। গত সপ্তাহে হোয়াইট হার্ট লেনে টটেনহ্যাম ম্যাচের পর রেফারি পক্ষপাতদুষ্ট বলে সাংবাদিকদের সামনে বিষোদগার করেছিলেন ৭১ বছরের এই প্রবীণ কোচ। আর তার জেরেই ফার্গুসনের কাছে এখন জবাবদিহি চেয়েছে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ সংস্থা। মঙ্গলবার রাতে এফ এ-র তরফে এক বিবৃতিতে বলা হয়, “টটেনহ্যাম ম্যাচের পর সহকারী রেফারিকে নিয়ে ফার্গুসন বিতর্কিত মন্তব্য করায় তাঁর কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। ফার্গুসন এই আচরণ করে এফএ-র ই-থ্রি ধারা ভেঙেছেন। শুক্রবার বিকেল চারটের মধ্যে উত্তর দিতে হবে তাঁকে।” হোয়াইট হার্ট লেনে ওই ম্যাচ ১-১ শেষ হওয়ার পর সহকারী রেফারি সাইমন বেককে তুলোধোনা করে ফার্গি বলেছিলেন, “পক্ষপাতদুষ্ট জঘন্য পারফরম্যান্স রেফারির। পেনাল্টির মতো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারই ওর চোখ এড়িয়ে গিয়েছে।” এখানেই শেষ নয়, পুরনো প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “এই রেফারিকে ২০১০ সাল থেকে দেখছি। সে বার চেলসির দিদিয়ের দ্রোগবা আমাদের বিরুদ্ধে তিন গজ অফ-সাইডে থেকে গোল করে গিয়েছিল। এই রেফারি সেই গোলও বাতিল করেনি।” ফার্গুসনের এই মন্তব্যের পরই এফ এ কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
|
বক্সিং দেখতে হাজির চিমা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফুটবল মাঠ ছেড়ে হঠাৎ-ই বক্সিং রিং-এ হাজির চিমা ওকোরি। ঠায় বসে রইলেন প্রায় দু’ঘণ্টা। প্রবীন কুমার, সারিফা খাতুনদের লড়াই দেখতে দেখতে তাঁর প্রতিক্রিয়া, “এত দিন টিভিতে বক্সিং দেখেছি। কিন্তু সামনাসামনি লড়াই! কখনও দেখিনি। প্রচন্ড উত্তেজক ব্যাপারটা। দারুণ ইন্টারেস্টিং।” হাসতে হাসতে বললেন, “আমারও নেমে পড়তে ইচ্ছে করছে।” চিমাকে দেখে অবশ্য তীব্র আলোড়ন বক্সারদের। রাজ্য গেমসের ছেলে ও মেয়েদের বক্সিং প্রতিযোগিতা চলছে দক্ষিণ কলকাতার রাসবিহারীর গুরদুয়ারা পার্কের রিং-এ। চিমা জানালেন, এক বন্ধুর কাছে খবর পেয়েই এখানে এসেছেন। এই রিং থেকেই প্রতিযোগিতামূলক লড়াইয়ের প্রথম হাতেখড়ি মেরি কমের। চিমার সঙ্গে খেলা দেখতে ছিলেন কয়েকশো দর্শক।
|
জয় পেল বর্ধমান |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনুর্ধ্ব ১৯ আন্তঃ জেলা ক্রিকেটের প্রথম ম্যাচে বর্ধমান ২২ রানে হারাল মুর্শিদাবাদকে। প্রথমে বর্ধমান ৪৪.৫ ওভারে ২৩০ রান করে। সলমন খান ৫৩ ও নিলাদ্রী কাপুর করেন ৪৮ রান করেন। জবাবে মুর্শিদাবাদ ৪৪ ওভারে ২০৮ রান করে। রাজা শেখ করেন ৬৫। মুর্শিদাবাদের সায়েম বসির ৩২ রানে ২, রাজা শেখ ৩৬ রানে ২ ও সোহেল শেখ ৩৯ রানে ২ উইকেট দখল করেন। বর্ধমানের সফল বোলার হলেন আকাশদীপ ঘোষ (৩৪-৩) ও শুভম দত্ত (৪০-৩)। এ দিন দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় সঙ্ঘ পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ৫৬ রানে হারিয়েছে। প্রথমে জাতীয় সঙ্ঘ ৩০ ওভারে সাত উকেট হারিয়ে ১৬৮ রান করে। সজল সরকার ৪২ ও সঞ্জয় সিংহ ৩৭ রান করেন। পুলিশ ক্লাবের সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৩২ রানে ৪ উইকেট নেন। তারা ৩০.২ ওভারে ১১২ রান করে। নববাণী স্বর্ণকার করেন ৪৩। দ্বিতীয় ডিভিশনেরই অপর এক ম্যাচে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৬ উইকেটে হারিয়েছে ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে ন্যাশন্যাল ক্লাব করে ৩৫ ওভারে ১৪০ রান করে। দীপু দাস করেন ৩৬। পরে নেতাজি ২৬ ওভারে করে ১৪৪। দেবানন্দ মাহাতো ২৮ রানে ৩, সাগর বাল্মিকী ১৪ রানে ২ ও স্তালিন চৌধুরী ৩৫ রানে ২ উইকেট পান। দলের জীতেন রজক ৬৮ রানে অপরাজিত থাকেন। ন্যাশন্যালের অনির্বাণ ধর ২৩ রানে ২ উইকেট দখল করেছেন।
|
নতুন সঙ্গী চান লি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চোটের জন্য বেশ কয়েক সপ্তাহ কোর্টের বাইরে ডাবলস পার্টনার রাডেক স্টেপানেক। তাই নতুন সঙ্গী খুঁজছেন লিয়েন্ডার পেজ। গতবার স্টেপানেককে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতেছিলেন। সোমবার স্টেপানেকের শিরদাঁড়ায় অস্ত্রোপচার করা হয়েছে। ডেভিস কাপের অনুশীলনে এসে এ দিন লিয়েন্ডার বলেন, “আশা করি, রাডেক শীঘ্রই ফিরবে। তবে আমাকে তো সার্কিটে থাকতে হবে। সে জন্য একজন সঙ্গীর প্রয়োজন।”
|
নতুন বিতর্কে পাক মেয়েরা |
|
কটকে পাক অনুশীলন। ছবি: পিটিআই |
বিশ্বকাপ শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে পাক মেয়েদের ঘিরে নতুন বিতর্ক। নিরাপত্তার কারণে পাক দলকে রাখা হয়েছে কটকের বরাবাটি স্টেডিয়ামের ক্লাবহাউসে। যা নিয়ে ক্ষুব্ধ আব্দুল কাদির, রশিদ লতিফের মতো প্রাক্তন পাক তারকারা। এ দিকে, মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হারল ভারতীয় মেয়েরা। বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
|
সহবাগের দলে বাংলার তিন |
ইরানি ট্রফি ম্যাচে রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের অধিনায়ক হতে চলেছেন বীরেন্দ্র সহবাগ। ওয়াংখেড়েতে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি ম্যাচে সহবাগের দলে থাকছেন হরভজন, শ্রীসন্থ, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, সামি আহমেদরা। তবে তাৎপর্যের হল, গম্ভীর দলে জায়গা পাননি। অস্ট্রেলিয়া সিরিজের আগে দুটো প্রস্তুতি ম্যাচের জন্য বোর্ড প্রেসিডেন্ট একাদশ এবং ইন্ডিয়া ‘এ’ দলও বাছা হল এ দিন।
|
গায়ক হরভজন |
তিনি যে ভাল নাচেন, রিয়্যালিটি টিভির দৌলতে কারও অজানা নেই। তবে হরভজন সিংহ যে গায়কও, সেটা প্রকাশ পেল মঙ্গলবার। যখন ইউটিউবে তাঁর গান ‘এক সুনেহা’ আপলোড করলেন ভারতীয় স্পিনার। প্রায় সঙ্গে সঙ্গেই হরভজনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বিরাট কোহলি এবং যুবরাজ সিংহ।
|
তিনে ভারত |
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বর জায়গা ধরে রাখল ভারত। এক এবং দুইয়ে রয়েছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ছ’নম্বরে নেমে এসেছেন বিরাট কোহলি। ন’নম্বরে রয়েছেন সুরেশ রায়না। প্রথম কুড়ির মধ্যে ভারত থেকে রয়েছেন যুবরাজ সিংহ (১৩) এবং গম্ভীর (১৭)। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে প্রথম কুড়িতে একমাত্র ভারতীয় অশ্বিন (১৬)।
|
সিনেমায় জ্বালা |
এ বার সিনেমার ‘ফ্লোর’-এ দেখা যেতে চলেছে জ্বালা গাট্টাকে। কমনওয়েলথে সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা একটি তেলুগু ফিল্মের ডান্স নাম্বারে নাচবেন। সোমবারই ছিল প্রথম শ্যুট। “ব্যাডমিন্টন আমার প্রথম প্রেম। কিন্তু ভাল সিনেমার অফার পেলে, আর পরিচালক আমার বন্ধু হলে চেষ্টা করা যেতেই পারে,” বলেছেন জ্বালা।
|
মিলান যেতে পারেন বালোতেলি |
ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে সিরি ‘এ’-র টিম এসি মিলানে সই করা মোটামুটি নিশ্চিত ইতালির বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেলির। দুই ক্লাবের মধ্যে কুড়ি মিলিয়ন পাউন্ডের সমঝোতা হতে চলেছে। মিলানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করতে পারেন বালোতেলি।
|
খেতাব উডসের |
মার্কিন পিজিএ ফার্মার্স ইনসিওরেন্স ওপেন জিতে নিজের ৭৫তম খেতাব তুলে নিলেন টাইগার উডস। বিশ্বের দু’নম্বর গল্ফ তারকা এই নিয়ে টোরে পাইনস কোর্সে আটটা খেতাব জিতলেন। |
|