|
|
|
|
অবনমন বাঁচাবই, আশ্বাস ওডাফার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিন ম্যাচের নির্বাসন সরিয়ে শুক্রবার আই লিগের ম্যাচ খেলতে নামবেন তিনি। মাঠে নামার আগেই অবশ্য ওডাফা ওকোলি বুঝিয়ে দিলেন তিনি তৈরি। প্র্যাক্টিস ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি অবনমনের আশঙ্কায় ভুগতে থাকা মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে অধিনায়কের বার্তা, “এখনও সময় আছে। বাকি অনেক ম্যাচ। অবনমন আমরা বাঁচাবই।”
প্রায় দেড় মাস পর ম্যাচ খেলতে নামা ওডাফা কতটা তৈরি তা বুঝতে মঙ্গলবার নিজেদের মাঠে আর্মি একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের ব্যবস্থা করেছিলেন কর্তারা। করিম বেঞ্চারিফার মোহনবাগান ৩-২ গোলে জিতল। তার মধ্যে দুটি গোলই ওডাফার। ম্যাচের পর তৃপ্ত ওডাফা বলছিলেন, “এটা সবার কাছে অনুশীলন ম্যাচ ঠিকই। কিন্তু এই ম্যাচে গোল পাওয়াটা বড় ব্যাপার। অনেক সমস্যা মিটিয়ে আমি আবার শুক্রবার মাঠে নামব। তার আগে এই গোল দুটো আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।” |
|
টোলগে জেতাতে পারছেন না। অবনমনের হাত থেকে রক্ষা পেতে নাইজিরিয়ান গোলমেশিনের দিকেই তাই তাকিয়ে পুরো সবুজ-মেরুন শিবির। কর্তা থেকে সদস্য-সমর্থক প্রত্যেকেরই বিশ্বাস, ওডাফা ম্যাজিকই বেঁচে যাবে বাগান। সেই প্রত্যাশা পূরণ করার জন্য ওডাফা যে মুখিয়ে রয়েছেন সেটা কথা বললেই বোঝা যায়। “এখন আমার লক্ষ্য একটাই। গোল করে দলকে জেতানো। দলের অবনমন বাঁচনো। হয়তো লিগ টেবিলে অন্যদের তুলনায় আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। তবে আমার বিশ্বাস ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সবাই মিলে চেষ্টা করলে অবনমন বাঁচবেই।” ইউনাইটেড ম্যাচে টোলগে গোল পেয়েছেন। ওডাফাও ছন্দে। তীব্র চাপে পড়ে যাওয়া মোহনবাগানের কাছে এটা নিঃসন্দেহে স্বস্তির। “একটা টিমে দু’জন স্ট্রাইকার গোলের মধ্যে থাকলে সেটা তো দলের পক্ষে ভাল। গোল করে দলকে জেতানোর দায়িত্ব তো আমাদেরই,” বলে দিলেন ওডাফা। বহুদিন পর যে দলের বিরুদ্ধে খেলতে নামবেন সেই ওএনজিসি’র দায়িত্বে রয়েছেন তাদেরই প্রাক্তন কোচ সন্তোষ কাশ্যপ। ম্যাচটা কি তাই বেশি চ্যালেঞ্জের? হাসতে হাসতে ওডাফার উত্তর, “সন্তোষ আমার খুব ভাল বন্ধু। তবে মাঠের ভেতর ৯০ মিনিট বিপক্ষ দলের কোচ। শুক্রবার ওএনজিসি’র বিরুদ্ধে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিতেই হবে। কারণ এইমুহূর্তে জয় ছাড়া আমাদের দ্বিতীয় কোনও পথ নেই।” এ দিকে আই লিগে খেলতে নামার তিন দিন আগে মঙ্গলবারই ওডাফার জরিমানার এক লক্ষ ষাট হাজার টাকা ফেডারেশনের কাছে জমা দিয়ে দিল মোহনবাগান। |
|
|
|
|
|