|
|
|
|
দেশের হয়ে খেলব ভাবিনি, বলছেন ধোনি |
সংবাদসংস্থা • চেন্নাই |
আজ তিনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ওয়ান ডে-তে বিশ্বজয়ী, টেস্ট ক্রিকেটে এক নম্বরের সিংহাসন তাঁর নেতৃত্বে একের পর এক সাফল্যের স্বাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট। আর সেই মহেন্দ্র সিংহ ধোনি একটা সময়ে ভাবতেই পারেননি যে, কোনও দিন ভারতের জার্সি তাঁর গায়ে উঠবে!
“আমি কোনও দিন ভাবতেই পারিনি ভারতের হয়ে খেলতে পারব। কোনও ম্যাচ বা সিরিজের দলে আমি নির্বাচিত হলাম কি নাসেটা নিয়ে তাই কোনও দিন চিন্তা করি না। বরং নজর থাকে পরের ম্যাচে কী ভাবে অবদান রাখতে পারব, তার উপর,” এক অনুষ্ঠানে খোলামেলা স্বীকারোক্তি ভারত অধিনায়কের। যেখানে ‘ক্যাপ্টেন কুল’ কথা বলেছেন রাঁচির মতো ছোট শহর থেকে উঠে আসা নিয়েও। তাঁর বক্তব্য, ক্রিকেটমহলে ছোটখাটো শহর বিশেষ গুরুত্ব না পেলেও তাঁর নিজের শহর রাঁচিতে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে, উঠতি ক্রিকেটারদের কাছে যাঁরা আদর্শ হতে পারেন। তাঁর শহরের ঘরোয়া লিগও যথেষ্ট উন্নত মানের। “দেশের অন্যান্য ছোট শহরগুলোর তুলনায় রাঁচিতে বেশি সিনিয়র ক্রিকেটার আছে। ছোট শহর থেকে জাতীয় ক্রিকেটে উঠে আসা সব সময়ই বেশ কঠিন। কিন্তু এই চ্যালেঞ্জ ক্রিকেটারদের মানসিক ভাবে বেশি শক্ত করে তোলে,” বলেছেন ধোনি। তবে দেশের ছোট শহরগুলোও যে এখন প্রচারের আলো থেকে বঞ্চিত নয়, তা দেখে যথেষ্ট খুশি তিনি। |
|
চেন্নাইয়ে এক অনুষ্ঠানে কুম্বলে-সহবাগ-ধোনি। মঙ্গলবার। ছবি: পিটিআই |
জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের অন্যতম বাণিজ্যিক মুখ এখন ধোনি। ঠাসা ক্রিকেটসূচি তো আছেই। সঙ্গে আছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট-সহ নানা দায়িত্ব। কী ভাবে সামলান এত কিছু? ধোনির সোজাসাপটা জবাব, “এটা তো খুব সহজ। আমি ক্রিকেট ফলো করি। ক্রিকেট যদি না থাকে, তা হলে কিছুই নেই। এনডোর্সমেন্টের শু্যটিং থাকলে সেটা ক্রিকেট থেকে কিছু সময়ের জন্য মনটা অন্য দিকে সরিয়ে রিল্যাক্স করতে সাহায্য করে।” জাতীয় দলের অন্যতম ফিট ক্রিকেটার ধোনি কিন্তু জিমে বেশি সময় দিতে পারেন না। মাঠের বাইরের সময়টা তিনি রিল্যাক্স করে কাটাতেই পছন্দ করেন। বাইশ গজের বাইরের জীবনে খাবার নিয়েও কোনও আপস করতে রাজি নন ভারত অধিনায়ক। খেলার মধ্যে না থাকলে নিজের ইচ্ছেমতো খাবার খেতে ভালবাসেন। অনুষ্ঠানে ধোনির পাশাপাশি হাজির ছিলেন বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি, অনিল কুম্বলে, জন রাইটের মতো ক্রিকেট তারকারাও। |
|
|
|
|
|