প্রসঙ্গ: শেষ বিদেশির স্লট
নিলামে ফিলান্ডার ছাড়া নাইটদের নজরে আরও দুই
সন্ন নিলামে উত্তেজনার শিরশিরানি না থাকলে কী হবে, আইপিএল সিক্সের আগে টিমে ‘ফিনিশিং টাচ’ দিতে নেমে পড়ল গত বারের চ্যাম্পিয়ন কেকেআর।
বোর্ড প্রেসিডেন্টের শহর চেন্নাইয়ে আগামী ৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। যেখানে যতটুকু যা আকর্ষণ, সবই মাইকেল ক্লার্ককে ঘিরে। ওই একই প্রেক্ষাপটে নিজেদের শেষ বিদেশির স্লটও আবার ভর্তি করতে চাইছে নাইটরা।
কী রকম?
আইপিএলের সংবিধান অনুযায়ী টিমে সর্বোচ্চ এগারো জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে। একসঙ্গে খেলানো যাবে চার জনকে। নাইট রাইডার্সের হাতে আপাতত দশ বিদেশি। এবং আইপিএল সিক্সে শেষ বিদেশির স্লট যাতে ফাঁকা না পড়ে থাকে, সেই চেষ্টা হচ্ছে।
তিনটে নাম মূলত ঘোরাফেরা করছে। দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার ভার্নন ফিলান্ডার। শ্রীলঙ্কার তরুণ অফস্পিনার অখিল ধনঞ্জয়। ক্যারিবিয়ান অধিনায়ক ডারেন স্যামি।
নিলামে নজরে যাঁরা: ফিলান্ডার, ধনঞ্জয় এবং স্যামি
নাইট কর্তৃপক্ষের কেউ কেউ মনে করছেন, উপরোক্ত তিনের মধ্যে যে কোনও একজনকে পেলেই আইপিএল চ্যাম্পিয়ন টিমকে আরও মজবুত করে ফেলা যাবে। তিন জনের ক্ষেত্রে আলাদা আলাদা যুক্তি দেওয়া হচ্ছে। ফিলান্ডারকে পেলে মনে করা হচ্ছে নাইটদের পেস-অ্যাটাক আরও শক্তিশালী হবে। যেহেতু ব্রেট লি আগের মতো আর অত ভয়ঙ্কর নন। তা ছাড়া ইদানিং ফিলান্ডারের রেকর্ডও ভাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ টেস্টে একাই সাত উইকেট নিয়েছেন। মাত্র সাত টেস্টে পঞ্চাশ উইকেট নিয়ে ফেলার রেকর্ডও তাঁর আছে। টি-টোয়েন্টিও খেলেছেন কেপ কোবরাস দলে। ফিলান্ডার এলে, তিনি এবং সামি আহমেদ নাইটদের সম্ভাব্য পেস-অ্যাটাক।
ধনঞ্জয় নিয়ে নাইট অন্দরমহলের অভিমত তিনি হতে পারেন সুনীল নারিনের যোগ্য পার্টনার। এখনও ক্রিকেটবিশ্বে ঝড় তোলেননি ঠিকই, কিন্তু উনিশ বছরের স্পিনারের হাতে ক্যারম বল থেকে গুগলি, দুসরা থেকে লেগব্রেক, সবই নাকি আছে। শ্রীলঙ্কার নেটে যাঁকে দেখে মুগ্ধ মাহেলা জয়বর্ধনে সরাসরি ডেকে নিয়েছিলেন জাতীয় দলে। যার আগে একটাও পেশাদার ম্যাচ খেলেননি ধনঞ্জয়। ডারেন স্যামিকে ধরা হচ্ছে ‘ইউটিলিটি ক্রিকেটার’ হিসেবে। যিনি লোয়ার অর্ডারে ব্যাটের পাশাপাশি বলটাও ভাল করে দিতে পারবেন। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এ দিন সন্ধেয় মুম্বই থেকে ফোনে বলছিলেন, “আমরা আইপিএল চ্যাম্পিয়ন। বড়সড় বদল করছি না। সেট টিমই ধরে রাখব। নিলামে ভাল কাউকে পাওয়া গেলে নেব। না পেলেও ক্ষতি নেই।” কেকেআরের হাতে আপাতত ২১ লক্ষ ৩৩ হাজার ৬৯৬ মার্কিন ডলার বেঁচে। ফিলান্ডার-ধনঞ্জয়দের দরে না পোষালে তবেই ক্যালাম ফার্গুসন, থিসারা পেরিরা, অ্যারন ফিঞ্চদের মতো বিদেশিদের ভাবা হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.