নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
হাতির হামলায় এ বার প্রচুর ঘরবাড়ি ভাঙল বড়জ়োড়ায়। সোমবার রাতে স্থানীয় জমাদার গ্রামে হাতির পাল ১৬টি বাড়ি ভেঙে দেয়। প্রায় ৫০টি দলমার হাতি ওই গ্রামে হামলা চালায় বলে বাসিন্দাদের দাবি। হাতিদের দাপাদাপিতে বড়জোড়া বাজার এলাকায় ভেঙে পড়েছে একটি কালভার্ট, একটি ডিপটিউবওয়েল। স্থানীয় ভৈরবপুর, কদমা গ্রামেও হামলা চালানো হয়। ক্ষোভে বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন দফতরের বড়জোড়া রেঞ্জ অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন। হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। |
বিক্ষোভকারীদের অভিযোগ, “বনকর্মীদের দেখা মেলেনি। আমরা দ্রুত হাতি খেদানো ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।” জমাদার গ্রামের বাসিন্দা বিজয় বাউরি, লক্ষ্মী বাউরি, সঞ্জয় বাউরিরা বলেন, “প্রায় ৫০টি হাতি মাঝরাতে ঝড়ের মতো ঢুকে সব লণ্ডভণ্ড করে গেল। আমরা কী করে ফের ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।” পরে বন দফতরের আধিকারিকেরা দাবি পূরণের আশ্বাস দেওয়ায় তালা খুলে দেওয়া হয়। বড়জোড়ার পঞ্চায়েত প্রধান অলোক মুখোপাধ্যায় বলেন, “জমাদার গ্রামেই ১৬টি ঘর ভেঙে দিয়েছে হাতিরা।আমি ওই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সাহায্য হিসেবে কিছু ত্রিপল, ধুতি দিয়ে এসেছি। হামলা আটকাতে বন দফতরকে ওই গ্রামে সার্চ লাইট, হুলা দিতে বলা হয়েছে।”
বড়জোড়ার রেঞ্জ অফিসার পীযূষকান্তি ঘোষ বলেন, “দলমার প্রায় ৫০টি হাতি সোনামুখী হয়ে সোমবার রাতেই বড়জোড়ায় ঢোকে। তাদের পিছনে আরও হাতি আসছে। গ্রামবাসীদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু এমন তাণ্ডব চালাবে ভাবতে পারিনি।” তিনি জানান, হামলা রুখতে এ দিনই গ্রামবাসীদের হাতে কিছু সার্চ লাইট ও হুলা তুলে দেওয়া হয়েছে। |