চিতা থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চিতা থেকে বধূর প্রায় দগ্ধ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠাল পুলিশ। সোমবার সকালে কাঁথির শ্যামহরিবাড় জালপাই গ্রামের ঘটনা। বছর তিনেক আগে নন্দীগ্রামের মনুচক জালপাই গ্রামের ঝন্টু মণ্ডলের মেয়ে আলপনার (২০) সঙ্গে শ্যামহরিবাড় জালপাই গ্রামের দীনবন্ধু শ্যামলের বিয়ে হয়েছিল। দম্পতির একটি শিশু সন্তানও আছে। মাস দু’য়েক আগে স্বামীর সঙ্গে অশান্তি হলে আলপনা বাপের বাড়ি যান। গত ২১ জানুয়ারি বাপের বাড়িতেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাঁর স্বামী বাড়িতে নিয়ে আসেন। আলপনার মা ঝুমরি মণ্ডলের অভিযোগ, “চিকিৎসা গ্রামের এক হাতুড়েকে দিয়ে করায় ওরা। গত রবিবার রাতে মেয়ের মৃত্যু হয়।” পুলিশকে না জানিয়েই আলপনাকে দাহ করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ শ্মশানে যায় যখন, তখন দাহকার্য প্রায় শেষ। দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। ভাসুর দেবকুমার শ্যামল গ্রেফতার হলেও বাকিরা পলাতক।
|
২৪ ঘণ্টার মধ্যে ফের কাজিরাঙায় আঘাত হানল শিকারিরা। বুড়াপাহাড়ের পরে এ বার বাগরি রেঞ্জের কার্বি পাহাড়ে গন্ডার মারা পড়ল। বন দফতর সূত্রে খবর,মঙ্গলবার কার্বি পাহাড়ের নামনি ছিলিমখোয়া অঞ্চলে একটি গন্ডারের খড়্গহীন দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি .৩০৩ বোরের কার্তুজ। শিকারিদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ফের গন্ডার শিকারের ঘটনায় বন দফতরের মুখে পুড়ল। |