|
|
|
|
কংগ্রেস সরকার গড়তে অনিচ্ছুক, জানালেন কয়লামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে আপাতত যে কংগ্রেস বিকল্প সরকার তৈরিতে উৎসাহী নয়, তা বুঝিয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। বললেন, “কংগ্রেস এখানে সরকার গড়তে উৎসাহী হলে এত দিনে সরকার তৈরি হয়ে যেত।”
বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থেকে চলতি মাসেই বেরিয়ে আসে শিবু সোরেনের জেএমএম। বিধানসভাকে না ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে রাজ্যে। সরকারি কাজকর্ম পরিচালনা করছেন রাজ্যপাল সৈয়দ আহমেদ। রাজ্য-রাজনীতিতে এখন প্রশ্ন, কংগ্রেসের সমর্থন নিয়ে জেএমএম বিকল্প সরকার তৈরি করতে পারে কিনা তা নিয়েই।
রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেই কেন্দ্রীয় মন্ত্রীরা এ রাজ্যে আসতে শুরু করেছেন। ২৫ তারিখ এসেছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। মঙ্গলবার এলেন শ্রীপ্রকাশ জয়সওয়াল। এ রাজ্যে কাজ করতে গিয়ে সেন্ট্রাল কোলফিল্ড (সিসিএল) এর যে সব সমস্যা হচ্ছে তার সমাধানের জন্য আজ রাজ্যপালের সঙ্গে দেখা করেন শ্রীপ্রকাশ। পরে সন্ধ্যায় দ্বারভাঙা হাউসে, সিসিএল-এর সদর দফতরে কয়লামন্ত্রীর কাছে রাজ্যের বিকল্প সরকার গড়ার ক্ষেত্রে কংগ্রেসের মনোভাব নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে শ্রীপ্রকাশ পাল্টা প্রশ্ন করেন, “কংগ্রেস ইচ্ছুক হলে এতদিনে সরকার কী তৈরি হয়ে যেত না?” তাঁর বক্তব্য, “রাজ্যের মানুষ যাতে আরও ভাল থাকে, আমরা তাতেই বেশি উৎসাহী।” আরও বলেন, “এক সরকারের শাসন মানুষ দেখেছে। সরকার ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন।” এ দিন সিসিএল-এর দু’টি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে রাজি নন জেএমএম নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “যা বলার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি তা আমাদের জানাক। তারপর আমরা যা করার করব।” যদিও জেএমএম সূত্রে খবর, কংগ্রেসের দিক থেকে এখনও কোনও ইতিবাচক ইঙ্গিত না আসায় মোর্চা নেতাদের একাংশ হতাশ। অবিলম্বে কোনও সিদ্ধান্ত নিতে তাঁরাও দলের উপর মহলকে চাপ দিচ্ছেন বলেই মোর্চা শিবির সূত্রে খবর। এরই মধ্যে আগামী ২ ফেব্রুয়ারি দুমকায় জেএমএম প্রধান শিবু সোরেনের কেন্দ্রেই দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। সেখানে এই নিয়েই প্রকাশ্যে বিবৃতি দেওয়ার কথা সোরেনের। দলীয় সূত্রে খবর, কংগ্রেসের সঙ্গে জোট করে বিকল্প সরকার তৈরির চিন্তা ছেড়ে দিয়ে ফের নির্বাচনের জন্য তৈরি হওয়ার পক্ষেই দলের সিংহভাগ বিধায়ক। |
|
|
|
|
|