স্বাভাবিক হল না পাথরশিল্প |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
অচলাবস্থা কাটল না রামপুরহাট থানার পাথর শিল্পাঞ্চলে। যদিও মালিক সমিতির দাবি, শ্রমিকদের একাংশের চাপে মঙ্গলবার দিঘলপাহাড়ি, বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলে কাজ হয়েছে। তবে বারমেশিয়া পাথর শিল্পাঞ্চলে কোনও কাজ হয়নি। এ দিন দুপুরেও রামপুরহাট-দুমকা রোডে বারমেশিয়ার ভাটিনার কাছে ফের রাস্তা অবরোধ করার চেষ্টা করেন রামপুরহাট থানার হরিনাথপুর গ্রামের আদিবাসীদের একাংশ। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। আগামী ৩ ফেব্রুয়ারি রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে ক্ষতিপূরণের ব্যাপারে আলোচনা হবে। তার আগে কোথাও কোনও রাস্তা অবরোধ করা যাবে না। পুলিশ বোঝানোর পরে অবরোধ উঠে যায়। আন্দোলনকারী আদিবাসী সংগঠনের নেতা অর্জুন হাঁসদার দাবি, “এ দিন কোথাও কোনও কারখানা চালু ছিল না। দু’একটা বোল্ডার বোঝাই গাড়ি যাতায়াত করেছিল বলে আমরা বাধা দিই। পরে পুলিশের আশ্বাস পাওয়ার পরে অবরোধ তুলে নেওয়া হয়।” তাঁর হুমকি, “৩ ফেব্রুয়ারির আগে ক্রাসার ও খাদান চালু রাখলে আমরা বাধা দেব।” মালিক সমিতির তরফে শাহিদ শেখ দাবি করেন, “দিঘলপাহাড়ি, বড়পাহাড়ি এলাকায় আদিবাসী শ্রমিকেরা পাথর ভাঙা কারখানা ও খাদান চালু রাখার ব্যাপারে সক্রিয়। তাঁদেরই উদ্যোগে এ দিন ওই দুই এলাকায় ক্রাসার ও খাদান চালু ছিল। আজও আমরা ক্রাসার, খাদান চালু রাখার চেষ্টা করব।” মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “মঙ্গলবার কী হয়েছে খোঁজ নেব।”
|
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কৃষিকাজে বর্তমান প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কৃষি সম্পর্কিত বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় সাধন এবং কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য মঙ্গলবার এক দিনের কৃষি মেলা হয়ে গেল দুবরাজপুরে। মাদৃক সঙ্ঘ সাংস্কৃতিক ময়দানে আয়োজিত ওই মেলার উদ্যোক্তা ছিল ব্লক কৃষি বিভাগ। কৃষি যন্ত্রপাতি, কৃষিজাত দ্রব্যের প্রদর্শনী ও প্রতিযোগিতা, পুষ্প পদর্শনী, কৃষি বিষয়ক আলোচনাচক্রের মধ্যে দিয়ে কৃষি মেলা চলল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। ব্লক কৃষি দফতরের পাশাপাশি এই মেলায়, প্রাণিসম্পদ, রেশম, মৎস্য দফতর এবং স্বনির্ভর গোষ্ঠীর স্টল ছিল। ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকেরা। দুবরাজপুরের যুগ্ম বিডিও মানিকসিংহ মহাপাত্র এবং কৃষি বিশেষজ্ঞ পীযূষকান্তি বাগদি-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট থানার খরবোনা গ্রামে ছাত্রী নিবাস নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ করল বিজেপি। দলের জেলা সম্পাদক স্বরূপ রতন সিংহ এ ব্যাপারে রামপুরহাট মহকুমাশাসকের কাছে অভিযোগ করেছেন। স্বরূপবাবুর অভিযোগ, “ওই ছাত্রী নিবাস নির্মাণে নিম্নমানের ইট, বালি, পাথর ব্যবহার করা হচ্ছে।” মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
প্রয়াত হলেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। অসুস্থতার কারণে তিনি শান্তিনিকেতনের পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। রবি জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের ছেলে সুপ্রিয়বাবু বিশ্বভারতীর প্রাক্তন গ্রন্থাগারিক ছিলেন।
|
নলহাটি উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে মঙ্গলবার মিছিল করলেন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, “নলহাটি আমার রাজনৈতিক পরিচিতি দিয়েছে। এখানকার উন্নয়নে আমি কাজ করব।” |