প্রতিশ্রুতিভঙ্গ, কারাদণ্ড যুবকের |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সহবাস করেছিলেন প্রতিবেশী যুবক। কিন্তু ছ’ মাসের মধ্যেই তিনি অন্যত্র বিয়ে করে নেন। মঙ্গলবার সেই ছাত্রীকে ধর্ষণের অপরাধে প্রতিশ্রুতিভঙ্গকারী যুবককে দশ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত।
সরকার পক্ষের আইনজীবী মহম্মদ শামসুজ্জোহা বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অপরাধে প্রতিবেশী যুবক শেখ সুলেমানকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিচারক সোমেশপ্রসাদ সিংহ দোষীকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ছ’ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।” জরিমানার টাকা নির্যাতিতা ছাত্রীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০০৯ সালের ৬ এপ্রিল লাভপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল। ওই ছাত্রী তাঁর অভিযোগে জানিয়েছিলেন, সেদিন রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিল তারই প্রতিবেশী শেখ সুলেমান। কিন্তু পরে অন্যত্র বিয়ে করে নেয় সুলেমান। সে বছরই ১৩ আগস্ট লাভপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন তাঁর মা। অভিযোগ পেয়ে কয়েকদিনের মধ্যেই পুলিশ সুলেমানকে গ্রেফতার করে। পরে অবশ্য সে জামিন পেয়ে যায়।
শামসুজ্জোহাবাবু বলেন, “প্রথমে এই মামলাটি উঠেছিল বোলপুর এসিজেএম আদালতে। তখন বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছিল ওই ছাত্রী। পরে মামলাটিকে পাঠানো হয় জেলা জজের এজলাসে। তিনিই মামলাটিকে বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে পাঠানোর নির্দেশ দেন।” এই মামলায় পুলিশ, চিকিৎসক-সহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। |