একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মঙ্গলবার পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর কুমারানন্দ উচ্চবিদ্যালয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা, নেশার প্রাদুর্ভাব, কম বয়সে মেয়েদের বিয়ে, নারী পাচার-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। সংস্থার বিশেষজ্ঞরা জানান, অভাবের সুযোগ নিয়ে গ্রামাঞ্চলে নারী পাচারকারীদের দৌরাত্ম বাড়ছে। একমাত্র শিক্ষা এবং সামাজিক সচেতনতাই নারী পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। স্থানীয় অঙ্গনওয়াড়ি, আশা-সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। ছিলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলীর প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল, জাহান্নগর পঞ্চায়েত প্রধান শোভারানি দাস, বগপুর পঞ্চায়েত প্রধান দোলেহার মণ্ডল, শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মল্লিক, জাহান্নগর কুমারানন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজদুলাল বন্ধু-সহ অনেকে।
|
দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। তাঁদের নাম শান্তনু পাঁজা (২৬) ও নির্মল দাস (৩৬)। সোমবার রাতে শ্যামসুন্দরে তাগাদা সেরে রায়না থানার বনতির সেচখালের পথ ধরে বাইকে ফিরছিলেন শান্তনুবাবু। তখনই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। আধঘন্টা পড়ে থাকার পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসার পরে বাড়িও ফিরে যান তিনি। কিন্তু মঙ্গলবার সকালে রক্তি বমি হয়ে বাড়িতেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে অন্য দুর্ঘটনাটি ঘটে হুগলির গুড়াপের বসিপুরে। ভাইয়ের ভাঙা পায়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন পান্ডুয়ার বাসিন্দা নির্মলবাবু। পথে একটি মোটরাইকেলের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। সেখানেই পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে এলে মৃত বলে ঘোষনা করা হয়।
|
গলায় শিকলের ফাঁস আটকে বৃদ্ধা খুনের ঘটনায় মঙ্গলবারও ধরা পড়ল না কেউ। রবিবার মন্তেশ্বর কুঁড়েপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খুনে জড়িত সন্দেহে পুলিশ রবিবার রাতে যাদের আটক করেছিল তাদের তিনজনকেই সোমবার ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, জেরায় কোনও সূত্র পাওয়া যায়নি। তবে রবিবার মহকুমা পুলিশের এক আধিকারিক বলেছিলেন, “কিছু তথ্য মিলেছে। আশা করছি দ্রুত সত্য উদঘাটন করা যাবে।”
|
প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাসের নেতৃত্বে কাটোয়ার কাঁটারি গ্রামের বেশ কয়েকটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় মদ তৈরির উপকরণ ১৫০০ কিলোগ্রাম চিটে গুড়, ১৯টি অ্যালুমিনিয়াম হাড়ি ও বেশ কিছু আসবাবপত্র। পুলিশ জানায়, গ্রামেরই লাল্টু দাস, খুদু দাস, বাপি দাস, কাজল দাস ও রামকানাই দাসদের বাড়ি থেকে চোলাই মদ মিলেছে। এসডিপিও বলেন, “পুলিশ যেতেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালায়।”
|
এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের ঘটনা। মৃত তরুণীর নাম মাম্পি সিংহ (২৬)। পুলিশ জানায়, মাম্পিদেবীর বাপের বাড়ি শিমুলিয়া গ্রামে। বছর ছ’য়েক আগে কাটোয়ার শ্রীখণ্ডে তাঁর বিয়ে হয়। তবে সাংসারিক অশান্তিতে শ্বশুরবাড়ি থেকে সোমবার রাতে শিমুলিয়া চলে আসেন তিনি। এরপরেই মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। মৃতার বাবা উত্তম হালদার মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
|
২ ফেব্রুয়ারি থেকে বর্ধমানে শুরু হতে চলেছে পঞ্চম কাঞ্চন উৎসব। উৎসব কমিটির সভাপতি খোকন দাস মঙ্গলবার জানান, উদ্বোধনে আসতে পারেন তৃণমূল সাংসদ মুকুল রায় ও শতাব্দী রায়। এছাড়া আসর মাতাতে আসবেন গায়ক বিনোদ রাঠৌর, সুদেশ ভোঁসলে, বাবুল সুপ্রিয়, জিৎ গঙ্গোপাধ্যায়, জোজো প্রমুখ। শেষ দিন থাকবে আতসবাজি প্রদর্শনী।
|
সংখ্যালঘু দফতরের উদ্যোগে মঙ্গলবার কালনার মোসলেমাবাদ হাইমাদ্রাসায় ৭৫ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হল। ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প, ভূমি এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে ছিলেন কালনা ১ ব্লকের বিডিও অলিভিয়া রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল-সহ অনেকেই। |