উন্নয়ন নিয়ে আলোচনার জন্য বিষয়ই পাওয়া যাচ্ছে না। তাই বছরের প্রথম মাসেই বোর্ডসভা করা হচ্ছে না বলে জানাল আসানসোল পুর কর্তৃপক্ষ।
প্রতি মাসের শেষ সপ্তাহে এলাকার উন্নয়ন সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য বোর্ডসভা হয় পুরসভায়। সভার দিন সাতেক আগে এ ব্যাপারে চিঠি পেয়ে যান কাউন্সিলররা। এ মাসের বোর্ডসভার জন্য মঙ্গলবার পর্যন্ত সেই চিঠি কেউ পাননি। তাই কাউন্সিলররা ধরেই নিয়েছেন, এ বার সভা হচ্ছে না। পুরসভার চেয়ারম্যান তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, “আলোচনার জন্য বিষয়বস্তু নেই বলেই এ বার আমরা বোর্ডসভা করছি না।”
পুরসভার ৫০টি ওয়ার্ডের নানা সমস্যা ও সে সবের সমাধান নিয়ে আলোচনা হয় বোর্ডসভায়। এ বার সেই সভা হচ্ছে না, এ কথা বুঝতে পেরে বিরোধী বামেদের সঙ্গে সরব হয়েছে পুরসভায় ক্ষমতাসীন তৃণমূলের শরিক দল কংগ্রেসও। বিরোধী নেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায় ছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা তথা পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ রবিউল ইসলামরা।
তাপস রায়ের অভিযোগ, “পুর কর্তৃপক্ষ আসলে উন্নয়ন নিয়ে ভাবছেনই না। তাই আলোচনার বিষয় খুঁজে পাচ্ছেন না। পুরবোর্ড চালানোর নামে ওরা তো কার্যত ক্লাব চালাচ্ছেন।” ডেপুটি মেয়র অমরনাথবাবু বলেন, “আমরা চাই, নিয়মিত সভা ও আলোচনা হোক। কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই।” আলোচনার বিষয় নেই বলে বোর্ডসভা করা যাচ্ছে না, চেয়ারম্যানের এই যুক্তি শুনে তাঁর প্রশ্ন, “পুরবোর্ড কী তা হলে মেয়াদ ফুরনোর দেড় বছর আগেই সব কাজ করে ফেলল?’ মেয়র পারিষদ (জল ও বিদ্যুৎ) রবিউল ইসলামের আবার দাবি, “যে ভাবে রাজ্য চলছে, আসানসোলও তো সে ভাবেই চলবে। আসলে এ সব প্রহসন হচ্ছে।” কেন বোর্ডসভা হল না, তা জানতে এবং ভবিষ্যতে নিয়মিত বোর্ডসভা করার দাবিতে তাঁরা পুর কমিশনারের কাছে বিক্ষোভ দেখাবেন।
বিরোধী নেতা তাপসবাবু অভিযোগ করেন, এমনিতেই অফিসারের সঙ্কটে পুরসভা উন্নয়নের গতি হারাচ্ছে। ২০১১-এর জুলাইয়ের পর থেকে পুরসভায় এক জন স্থায়ী ও সর্বক্ষণের কমিশনার নিয়োগ হননি। ২০০৮-এর ১ এপ্রিলের পর থেকে সচিব পদ খালি পড়ে আছে। হেলথ অফিসার, রেভিনিউ অফিসার ও ফিন্যান্স অফিসার নেই। ফলে এই দফতরগুলিতে ঠিক মতো কাজ হচ্ছে না। এ বিষয়ে তাঁরাও পুর কমিশনারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এত বড় পুরসভার উন্নয়ন সংক্রান্ত আলোচনার জন্য কোনও বিষয় পাওয়া যাচ্ছে না কেন, সে প্রশ্নে চেয়ারম্যান জিতেন্দ্রবাবু কোনও মন্তব্য করতে চাননি। এড়িয়ে গিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ও। তিনি শুধু বলেন, “আমার কিছু জানা নেই। কিছু বলতে পারব না।” মঙ্গলবার পুর কমিশনারের দায়িত্ব নিয়েছেন আসানসোলের মহকুমাশাসক শিল্পা গৌরীসারিয়া। কেন বোর্ডসভা হচ্ছে না, সে প্রশ্নে তিনি বলেন, “সবে দায়িত্ব নিয়েছি। আমাকে খোঁজ নিয়ে জানতে হবে।” |