|
|
|
|
জীবিত, তবু শোক প্রস্তাব |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কয়েক দিন আগে যার জন্মদিন পালন করেছিল দল, সেই বেঁচে থাকা নেতা সমর মুখোপাধ্যায়ের নামে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার ৩৫তম রাজ্য সম্মেলনে শনিবার শোক প্রস্তাব এনে স্মরণসভা করায় সংগঠনে অসন্তোষ দেখা দিয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা সূযর্কান্ত মিশ্র, সর্বভারতীয় কৃষকসভা সভাপতি এসআর পিল্লাই, সম্পাদক বিজু কৃষ্ণার সামনে ওই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কৃষকসভার রাজ্য সভাপতি মদন ঘোষ মঞ্চে দাঁড়িয়ে হাতজোড় করে বলেন, “আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চাইছি। আমাকে মৌখিক ভাবে ভুল বোঝানো হয়েছিল। সমর মুখোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি।”
শনিবার থেকে মালদহের বরীন্দ্র ভবনে কৃষকসভার রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এদিন সংগঠনের রাজ্য সভাপতি মদন ঘোষ কৃষক আন্দোলনে যুক্ত প্রয়াত বিশিষ্ট নেতাদের নামে শোকপ্রস্তাব এনে প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর আবেদন করেন। জ্যোতি বসু সহ একাধিক নেতার শোকপ্রস্তাব নেওয়ার পরে মদনবাবু বলতে শুরু করেন, ‘নেতা সমর মুখোপাধ্যায় আজ আমাদের মধ্যে নেই’। এ কথায় দক্ষিণবঙ্গ থেকে আসা প্রতিনিধিরা বলেন, “এ সব কি হচ্ছে! উনি বেঁচে আছেন।” কিন্তু ওই প্রতিবাদের মধ্যে মদনবাবু বলে যেতে থাকেন। তিনি উপস্থিত প্রতিনিধিদের উঠে দাঁড়িয়ে সমর মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে বললে অনেকে দাঁড়িয়েও যান। কিন্তু যাঁরা প্রতিবাদ করেছিলেন তাঁরা বসে ছিলেন। এর পরে মদনবাবু থমকে দাঁড়ান। বলেন, “আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চাইছি। সমরবাবু বেঁচে আছেন। তাঁর দীর্ঘআয়ু কামনা করি।
কৃষকসভা সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার মালদহে আসেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, রাজ্যে নৈরাজ্য চলছে। আস্ফালন ও অশ্লীল কথার প্রতিযোগিতা চলছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিমানবাবু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী বিকেলের কথাটা সকালে বলছেন না। তাঁর কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই।” |
|
|
|
|
|